হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে বিদ্যুতায়িত হয়ে মা-মেয়ের মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিদ্যুতায়িত হয়ে মা-মেয়ের মৃত্যু হয়েছে। শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় ফতুল্লা থানার কুতুবপুর ইউনিয়নের শিয়াচরে এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন শিয়াচর বড়বাড়ি এলাকার আমির আলীর স্ত্রী রোকসানা পারভীন (৫৩) এবং তাঁর মেয়ে লামিয়া আক্তার (২৩)। বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম।

নিহত রোকসানার স্বামী আমির আলী বলেন, ‘সম্প্রতি বৃষ্টির কারণে বাসার সামনের উঠান পানিতে তলিয়ে যায়। পানি নিষ্কাশনের জন্য একটি মোটর বসানো হয়। কোনো লিকেজ থেকে পুরো মোটরটি বিদ্যুতায়িত হয়ে পড়েছিল। সন্ধ্যায় মোটরে হাত দিলে প্রথমে রোকসানা বিদ্যুতায়িত হয়। এরপর তাকে বাঁচাতে আমার মেয়ে লামিয়া এগিয়ে এলে সেও বিদ্যুতায়িত হয়।’

দুজনকে বিদ্যুতায়িত অবস্থায় দেখে আশপাশের প্রতিবেশীরা উদ্ধার করে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উভয়কে মৃত ঘোষণা করেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম জানান, শিয়াচর এলাকায় মা-মেয়ের করুণ মৃত্যু হয়েছে বিদ্যুতায়িত হয়ে। পরিবার যদি কোনো আইনগত ব্যবস্থা নিতে চায়, তাহলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। প্রাথমিকভাবে দুর্ঘটনা হিসেবেই বিষয়টি দেখা হচ্ছে।

চাকরির কথা বলে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, থানায় মামলা

পরকীয়ার জেরে খুন হন সুমন খলিফা, স্ত্রী-প্রেমিকসহ গ্রেপ্তার ৬

স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা বিএনপি নেতার, ‘ডাকাত’ বললেন আরেক নেতা

বিড়াল কবুতরের বাচ্চা খাওয়ায় মারামারি, নিহত ১

দুই সন্তান রেখে উধাও প্রবাসীর স্ত্রী, থানায় অভিযোগ

ভাড়া নিয়ে কেটে ফেলা জাহাজ আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার শর্তে সমঝোতা

ফতুল্লায় যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের চার আসন: বিএনপির বিরোধের জেরে সম্ভাবনা দেখছে জামায়াত

নারায়ণগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত

চট্টগ্রাম থেকে ভাড়ায় জাহাজ এনে কেটে বিক্রি, ছাত্রদল নেতাসহ ৭ জনের নামে মামলা