হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে শিশুকে ধর্ষণের চেষ্টা, ঢামেকে ভর্তি

ঢামেক প্রতিবেদক

বৃহস্পতিবার দিবাগত রাতে শিশুটিকে ঢামেকে ভর্তি করা হয়েছে। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসী বাগবাড়ি ব্রিজের পাশের দোকানে (৭) বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

শিশুটির বাবা বলেন, তাঁদের বাসা রূপসী বাগবাড়ি এলাকায়। তিনি দিনমজুর। শিশুটির মা একটি কারখানায় কাজ করেন। তাঁদের বাসার পাশেই একটি মুদিখানা রয়েছে। ওই মুদি দোকানদারের নাম ইব্রাহিম (৫৫)। গতকাল দুপুর ১টা থেকে দেড়টার মধ্যে খেলতে খেলতে দোকানের সামনে যায় শিশুটি। তখন ওই মুদি দোকানদার তাকে দোকানের ভেতরে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন।

তিনি আরও বলেন, বিকেলে বাসায় আসলে শিশুটি সবকিছু খুলে বলে। পরে দোকানে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। তখন আমরা রূপগঞ্জ থানায় যাই। থানার মাধ্যমে রাতে শিশুটিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি।

রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, রাতে ওই শিশুটিকে স্বজনেরা থানায় নিয়ে আসে। শারীরিক পরীক্ষার জন্য তাৎক্ষণিক আমরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। বর্তমান শিশুটি হাসপাতালে ওসিসিতে ভর্তি আছে। মামলা প্রক্রিয়াধীন। আসামি পলাতক, তাঁকে ধরার চেষ্টা চলছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের (ওসিসি) সমন্বয়ক ডা. সাবিনা ইয়াসমিন বলেন, গতরাতে রূপগঞ্জের শিশুটি ভর্তি হয়েছে। শিশুটি সুস্থ আছে। আগামীকাল শিশুটির ফরেনসিক পরীক্ষা করা হবে।

নারায়ণগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ—ককটেল বিস্ফোরণ, আটক ৮

নারায়ণগঞ্জের আড়াইহাজারে যৌথ বাহিনীর অভিযান, বিপুল অস্ত্রসহ আটক ৫

শেখ হাসিনার রেখে যাওয়া বিচারব্যবস্থার উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি: রফিউর রাব্বি

মাদক কারবারি ফাইটার মনির পুলিশের জালে, দেশীয় অস্ত্র উদ্ধার

ছাত্র আন্দোলনের মামলায় যুব মহিলা লীগ নেত্রীসহ ২ জন গ্রেপ্তার

মাহফিল থেকে ফেরার পথে ইসলামি বক্তার গাড়িতে ডাকাতি, আহত ২

নির্বাচনের জন্য ডোনেশন চেয়ে এনসিপি প্রার্থীর পোস্ট

সোনারগাঁয়ে মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষ, আহত ১০

‘ভুলবশত’ দলে ফেরা ইউপি চেয়ারম্যানের বহিষ্কারাদেশ বহাল

নারায়ণগঞ্জের ফতুল্লায় তরুণকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা