হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

বাণিজ্য মেলায় ব্লেজার-ক্রোকারিজ ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বাণিজ্য মেলায় ব্লেজার-ক্রোকারিজ ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ব্যবসায়ীদের দুই গ্রুপে সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিপেটা করেছে পুলিশ। এতে পুলিশ সদস্যসহ ১০ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে জেলার সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। এতে দুই পুলিশ সদস্যসহ উভয় পক্ষের ১০ জন আহতকে নিকটস্থ ক্লিনিকে চিকিৎসা প্রদান করা হয়েছে।

এদিকে সংঘর্ষে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে মেলার দর্শনার্থীদের ধারণকৃত ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় ওঠে।

বাণিজ্য মেলায় ব্লেজার-ক্রোকারিজ ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ। ছবি: আজকের পত্রিকা

ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, আশিক ফ্যাশন নামে একটি ব্লেজারের দোকানের কর্মচারীদের সঙ্গে বিএম কালেকশন ক্রোকারিজ দোকানের কর্মচারীদের বাগ্‌বিতণ্ডা হয়। ক্রেতাদের দোকানে আনাকে কেন্দ্র করে একপর্যায়ে লাঠিসোঁটা নিয়ে মারামারিতে জড়িয়ে পড়েন তাঁরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে এলে তাদের ওপর হামলা করা হয়। একপর্যায়ে পুলিশ লাঠিপেটা করে।

পরে ঘটনাস্থল থেকে রাকিব ও হাবিব নামে দুজনকে আটক করে নিয়ে যায় পুলিশ। মারামারির ঘটনায় বেশ কয়েক ঘণ্টা থমথমে পরিবেশ ছিল পুরো বাণিজ্য মেলায়। আতঙ্ক দেখা দেয় সাধারণ দর্শনার্থীদের মধ্যে।

বাণিজ্য মেলায় ব্লেজার-ক্রোকারিজ ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ। ছবি: আজকের পত্রিকা

এর আগে বাণিজ্য মেলার ভেতর থেকে ব্যাগ, মোবাইল চুরির ঘটনা ঘটলেও মেলার ভেতর মারামারির ঘটনা এবারই প্রথম। শুরু থেকে বাণিজ্য মেলার অব্যবস্থাপনা নিয়ে নানান বিতর্ক ছিল। আন্তর্জাতিক বাণিজ্য মেলাকে নিউমার্কেটে পরিণত করা এবং শেষ সময়ে দোকানিদের মধ্যে মারামারি বাণিজ্য মেলার ইমেজ নষ্ট করেছে বলে মন্তব্য করেছেন অনেক ক্রেতা।

চাকরির কথা বলে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, থানায় মামলা

পরকীয়ার জেরে খুন হন সুমন খলিফা, স্ত্রী-প্রেমিকসহ গ্রেপ্তার ৬

স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা বিএনপি নেতার, ‘ডাকাত’ বললেন আরেক নেতা

বিড়াল কবুতরের বাচ্চা খাওয়ায় মারামারি, নিহত ১

দুই সন্তান রেখে উধাও প্রবাসীর স্ত্রী, থানায় অভিযোগ

ভাড়া নিয়ে কেটে ফেলা জাহাজ আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার শর্তে সমঝোতা

ফতুল্লায় যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের চার আসন: বিএনপির বিরোধের জেরে সম্ভাবনা দেখছে জামায়াত

নারায়ণগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত

চট্টগ্রাম থেকে ভাড়ায় জাহাজ এনে কেটে বিক্রি, ছাত্রদল নেতাসহ ৭ জনের নামে মামলা