হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে আওয়ামী লীগ-জাপার সমর্থকদের মধ্যে সংঘর্ষ, পুলিশের গুলি 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে (নারায়ণগঞ্জ-২) নৌকা প্রতীকে জাল ভোট দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে আওয়ামী লীগের প্রার্থী নজরুল ইসলাম বাবুর সমর্থকদের সঙ্গে জাতীয় পার্টির সমর্থকদের সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশের ছোড়া ছররা গুলিতে দুজন আহত হয়েছেন বলে অভিযোগ করেন জাপার প্রার্থী আলমগীর সিকদার লোটন। প্রতিবাদে ভোট বর্জনের ঘোষণাও দিয়েছেন তিনি। 

আজ রোববার সকাল ১০টার দিকে নির্বাচন বর্জনের ঘোষণা দেন তিনি। সংঘর্ষের ঘটনায় লোটন সিকদারের ছোট ভাই জাহাঙ্গীর সিকদার ঝোটনসহ ১০ জনকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা মাহমুদুল হক। 

স্থানীয়রা জানান, রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রামচন্দ্রদী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সংঘর্ষের ঘটনা ঘটে। এর পরপরই সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দেন আলমগীর সিকদার লোটন। 

লোটন সিকদার আজকের পত্রিকাকে বলেন, ‘ভোটের সকাল থেকেই বিভিন্ন কেন্দ্র থেকে আমার পোলিং এজেন্টদের বের করে দেওয়ার খবর পাচ্ছিলাম। সকাল ১০টার দিকে রামচন্দ্রদী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ও ঈগল প্রতীকের দুই এজেন্ট জাল ভোট দিচ্ছিলেন। এর প্রতিবাদ করলে নৌকার সমর্থকেরা আমাদের ওপর আক্রমণ করে। এ সময় এলাকাবাসী আমাদের পক্ষ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে পুলিশ গুলি করে। আমার দুই সমর্থককে ছররা গুলিতে আহত করেছে পুলিশ।’

তবে এমন অভিযোগ অস্বীকার করেছেন নৌকার প্রার্থী নজরুল ইসলামের নির্বাচনের প্রধান এজেন্ট ও পৌরসভা মেয়র সুন্দর আলী। তিনি বলেন, ‘পরাজয় বুঝতে পেরে তারা কেন্দ্র ভাঙচুর করেছে এবং নিজেরা সংঘর্ষে জড়িয়ে ভোট বর্জন করেছে।’ 

এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা মাহমুদুল হক বলেন, ‘জাল ভোট দেওয়ার অভিযোগ তুলে আলমগীর সিকদার লোটন ও তাঁর ভাই জাহাঙ্গীর সিকদার ঝোটনের সমর্থকেরা কেন্দ্র ও ব্যালট বাক্স ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি ছোড়ে। বর্তমানে ওই কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। প্রশাসন ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করেছে।’

চাকরির কথা বলে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, থানায় মামলা

পরকীয়ার জেরে খুন হন সুমন খলিফা, স্ত্রী-প্রেমিকসহ গ্রেপ্তার ৬

স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা বিএনপি নেতার, ‘ডাকাত’ বললেন আরেক নেতা

বিড়াল কবুতরের বাচ্চা খাওয়ায় মারামারি, নিহত ১

দুই সন্তান রেখে উধাও প্রবাসীর স্ত্রী, থানায় অভিযোগ

ভাড়া নিয়ে কেটে ফেলা জাহাজ আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার শর্তে সমঝোতা

ফতুল্লায় যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের চার আসন: বিএনপির বিরোধের জেরে সম্ভাবনা দেখছে জামায়াত

নারায়ণগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত

চট্টগ্রাম থেকে ভাড়ায় জাহাজ এনে কেটে বিক্রি, ছাত্রদল নেতাসহ ৭ জনের নামে মামলা