হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ সিটির সাবেক মেয়র আইভী ২ দিনের রিমান্ডে

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ডা. সেলিনা হায়াৎ আইভী। ফাইল ছবি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে মিনারুল হত্যা মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ রোববার বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূর মোহসিনের আদালত এই আদেশ দেন। এর আগে, পুলিশ আইভীকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে। আদালত উভয় পক্ষের শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান।

মামলার আসামি পক্ষের আইনজীবী আওলাদ হোসেন বলেন, ‘প্রথমত আমাদের আদালতে ঠিকভাবে শুনানি করতে দেওয়া হয়নি। আমরা বলেছি এই মামলার ভিকটিম সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। মেডিকেল সার্টিফিকেটে তা প্রমাণিত। তা ছাড়া ইতিপূর্বে এই মামলায় যারা আসামি হয়েছেন, তাঁদের কেউই আইভীর নাম বলেননি। মামলার ভেতরে বাদী স্পষ্টভাবে উল্লেখ করেছেন শামীম ওসমানের গুলিতে নিহত হয়েছেন মিনারুল। এসব যুক্তিতে আমরা রিমান্ড নামঞ্জুর করার আবেদন জানাই। কিন্তু আদালত দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন।’

রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক নয়ন বলেন, ‘আইভী নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি। তার নির্দেশেই নেতা-কর্মীরা ছাত্র-জনতার ওপর হামলা ও গুলি চালিয়ে সাধারণ মানুষকে হত্যা করেছে। হত্যাকাণ্ডের পর এসব অস্ত্র-গোলাবারুদ কোথায় লুকিয়ে রেখেছে, তা জানাসহ ঘটনার বিস্তারিত তথ্য জানতে আমরা সাত দিনের রিমান্ডে নেওয়ার সুপারিশ জানাই। আদালত শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।’

ধলেশ্বরী নদীতে ফেরি থেকে ট্রাকসহ ৫ যান নদীতে, নিহত ৩

চলন্ত ফেরি থেকে মাঝনদীতে পড়ল ট্রাকসহ ৫ যান

৩ দিন পর সিদ্ধান্ত পাল্টে নির্বাচনে থাকার ঘোষণা বিএনপি প্রার্থী মাসুদের

গার্মেন্টস বন্ধের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ৪ কিলোমিটার যানজট

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহসভাপতি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির প্রার্থী মাসুদের ভোট না করার ঘোষণায় ক্ষুব্ধ দল

নারায়ণগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টার গাড়ি আটকে ছাত্রসংগঠনের বিক্ষোভ

নির্বাচন কে করবে আর করবে না—সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার: স্বরাষ্ট্র উপদেষ্টা

সেলিম ওসমানকে গ্রেপ্তারে অভিযান চালিয়েছে পুলিশ

সোনারগাঁয়ে অনুমতি ছাড়াই বসানো হয়েছে মেলা, অবৈধ কর্মকাণ্ডের অভিযোগ