হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ সিটির সাবেক মেয়র আইভী ২ দিনের রিমান্ডে

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ডা. সেলিনা হায়াৎ আইভী। ফাইল ছবি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে মিনারুল হত্যা মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ রোববার বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূর মোহসিনের আদালত এই আদেশ দেন। এর আগে, পুলিশ আইভীকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে। আদালত উভয় পক্ষের শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান।

মামলার আসামি পক্ষের আইনজীবী আওলাদ হোসেন বলেন, ‘প্রথমত আমাদের আদালতে ঠিকভাবে শুনানি করতে দেওয়া হয়নি। আমরা বলেছি এই মামলার ভিকটিম সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। মেডিকেল সার্টিফিকেটে তা প্রমাণিত। তা ছাড়া ইতিপূর্বে এই মামলায় যারা আসামি হয়েছেন, তাঁদের কেউই আইভীর নাম বলেননি। মামলার ভেতরে বাদী স্পষ্টভাবে উল্লেখ করেছেন শামীম ওসমানের গুলিতে নিহত হয়েছেন মিনারুল। এসব যুক্তিতে আমরা রিমান্ড নামঞ্জুর করার আবেদন জানাই। কিন্তু আদালত দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন।’

রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক নয়ন বলেন, ‘আইভী নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি। তার নির্দেশেই নেতা-কর্মীরা ছাত্র-জনতার ওপর হামলা ও গুলি চালিয়ে সাধারণ মানুষকে হত্যা করেছে। হত্যাকাণ্ডের পর এসব অস্ত্র-গোলাবারুদ কোথায় লুকিয়ে রেখেছে, তা জানাসহ ঘটনার বিস্তারিত তথ্য জানতে আমরা সাত দিনের রিমান্ডে নেওয়ার সুপারিশ জানাই। আদালত শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।’

ড্রামের ভেতর থেকে উদ্ধার যুবকের মরদেহ

ভাড়া বাড়ি থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

সোনারগাঁয়ে ৭ ডাকাত আটক, গণপিটুনি

নারায়ণগঞ্জে চুরিতে বাধা পেয়ে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা, গণপিটুনিতে নিহত অভিযুক্ত

এনসিপি প্রার্থী আল আমিনের ওপর হামলার চেষ্টা, প্রধান অভিযুক্তসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে এনসিপি প্রার্থীকে হামলাচেষ্টা, আহত ২

ছাত্রলীগ নেতাকে নিয়ে আইনজীবী-ছাত্রদল নেতার ধাক্কাধাক্কি, ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জে কারাবন্দী আ.লীগ নেতার মৃত্যু

অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করায় অর্ধলাখ টাকা জরিমানা

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা