হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

সোনারগাঁয়ে দুই যুবককে অপহরণ করে নির্যাতনের অভিযোগ, গ্রেপ্তার ৫

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

গ্রেপ্তার পাঁচ ব্যক্তি। ছবি: আজকের পত্রিকা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের দড়িকান্দি এলাকা থেকে দুই যুবককে অপহরণ করে মুক্তিপণের জন্য নির্যাতনের অভিযোগে পাঁচ অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

আজ মঙ্গলবার দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। অপহরণের ঘটনায় ভুক্তভোগীর বড় বোন রেখা আক্তার বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা করেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সনমান্দি ইউনিয়নের কুমারচর এলাকার জজ মিয়ার ছেলে মো. স্বাধীন মিয়া, ভাটিরচরের আলমগীর হোসেনের ছেলে ফয়সাল মিয়া, নাজিরপুর এলাকার আক্কেল আলীর ছেলে রাব্বানী হোসেন মুন্না, বন্দর উপজেলার ছোটবাগ গ্রামের আসাদুজ্জামানের ছেলে মো. সাজ্জাদ হোসেন এবং গজারিয়া উপজেলার চর বাউশিয়া গ্রামের নান্নু মিয়ার ছেলে রাশেদ ওরফে রাসেল।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, দাউদকান্দির ময়নামতি মীরপুর গ্রামের মো. ফিরোজ মিয়ার ছেলে শাকিল মিয়া ও তাঁর বন্ধু মৌলরদী গ্রামের কবির হোসেনের ছেলে শাওন মিয়া গত রোববার বিকেলে মোটরসাইকেলে করে বালু ব্যবসার কাজে দড়িকান্দি এলাকায় যান। সেখানে চার থেকে পাঁচজন সশস্ত্র যুবক তাঁদের গতিরোধ করে জোরপূর্বক অপহরণ করে একটি অজ্ঞাতনামা স্থানে নিয়ে যান এবং শারীরিক নির্যাতন করেন।

অপহরণকারীরা তাঁদের সঙ্গে থাকা ১ লাখ ৪৬ হাজার টাকা ছিনিয়ে নেন এবং পরিবারের কাছে মোবাইল ফোনে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। পরে পরিবারের সদস্যরা বিকাশের মাধ্যমে দুই দফায় ২৫ হাজার টাকা দেন।

গতকাল সোমবার রাত ১১টার দিকে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় স্বাধীন মিয়া ও ফয়সাল মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যে অভিযান চালিয়ে অন্য তিনজন—রাব্বানী, সাজ্জাদ ও রাশেদকে গ্রেপ্তার করা হয়।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খাঁন বলেন, ‘অপহরণ করে দুই যুবককে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

নারায়ণগঞ্জে কারাবন্দী আ.লীগ নেতার মৃত্যু

অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করায় অর্ধলাখ টাকা জরিমানা

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা

নারায়ণগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ—ককটেল বিস্ফোরণ, আটক ৮

নারায়ণগঞ্জের আড়াইহাজারে যৌথ বাহিনীর অভিযান, বিপুল অস্ত্রসহ আটক ৫

শেখ হাসিনার রেখে যাওয়া বিচারব্যবস্থার উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি: রফিউর রাব্বি

মাদক কারবারি ফাইটার মনির পুলিশের জালে, দেশীয় অস্ত্র উদ্ধার

ছাত্র আন্দোলনের মামলায় যুব মহিলা লীগ নেত্রীসহ ২ জন গ্রেপ্তার

মাহফিল থেকে ফেরার পথে ইসলামি বক্তার গাড়িতে ডাকাতি, আহত ২

নির্বাচনের জন্য ডোনেশন চেয়ে এনসিপি প্রার্থীর পোস্ট