হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

মাছের খাদ্য পরিবহনের আড়ালে মাদক কারবারি, গ্রেপ্তার ১ 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা সেতুর টোলপ্লাজায় মাছের খাদ্য বহনকারী একটি গাড়িতে তল্লাশি চালিয়ে গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার ভোরে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাদককারবারীর নাম জুয়েল মিয়া (২৭)। তিনি কুমিল্লার আলেখারচর এলাকার বাসিন্দা।

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিলাল হোসেন বলেন, গোপন সংবাদে জানতে পারি একটি ট্রাকে মাছের খাদ্যের ভেতরে করে গাঁজা পাচার করা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে আজ ভোরে ঢাকা-চট্টগ্রামের মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা সেতুর টোলপ্লাজা এলাকায় কুমিল্লা থেকে আসা একটি ট্রাকে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাছের খাদ্যের ছয়টি বস্তা থেকে ৪৩ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। জব্দকৃত গাঁজার আনুমানিক মূল্য ৮ লাখ ৬০ হাজার টাকা। 

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, গাঁজা পাচারের অভিযোগে জুয়েল নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হবে। 

৩ দিন পর সিদ্ধান্ত পাল্টে নির্বাচনে থাকার ঘোষণা বিএনপি প্রার্থী মাসুদের

গার্মেন্টস বন্ধের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ৪ কিলোমিটার যানজট

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহসভাপতি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির প্রার্থী মাসুদের ভোট না করার ঘোষণায় ক্ষুব্ধ দল

নারায়ণগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টার গাড়ি আটকে ছাত্রসংগঠনের বিক্ষোভ

নির্বাচন কে করবে আর করবে না—সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার: স্বরাষ্ট্র উপদেষ্টা

সেলিম ওসমানকে গ্রেপ্তারে অভিযান চালিয়েছে পুলিশ

সোনারগাঁয়ে অনুমতি ছাড়াই বসানো হয়েছে মেলা, অবৈধ কর্মকাণ্ডের অভিযোগ

বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ডুবে গেছে বাল্কহেড

নারায়ণগঞ্জে এনসিপির ৩ কর্মীকে ছুরিকাঘাত