হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

গরুর ঘাস কাটতে গিয়ে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গরুর খাবারের জন্য ঘাস কাটতে গিয়ে সাপের কামড়ে মো. কবির (৪২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক রাত ১০টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।

মৃত কবির সোনারগাঁ উপজেলার মোগড়াপারা ইউনিয়নের মুক্তিশপুর গ্রামের আবুল হোসেনের ছেলে। তাঁর ভাই আবুল কালাম বলেন, ‘আমার ভাই কৃষিকাজ করত। গরুর খাবারের জন্য বাড়ির পাশেই ঘাস কাটার সময় ডান পায়ে সাপের কামড়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। খবর পেয়ে প্রথমে তাকে স্থানীয় সোনারগাঁ উপজেলা হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার ভাই আর বেঁচে নেই।’

স্থানীয় চেয়ারম্যান নুরুল আমিন বলেন, ‘আমরা কবিরের আত্মীয়স্বজন ও এলাকাবাসীর কাছ থেকে জানতে পারি, বিকালে গরুর ঘাস কাটার সময় তাকে সাপে কামড় দিয়েছিল। পরে অচেতন অবস্থায় প্রথমে তাঁকে স্থানীয় সোনারগাঁ উপজেলা হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নারায়ণগঞ্জে কারাবন্দী আ.লীগ নেতার মৃত্যু

অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করায় অর্ধলাখ টাকা জরিমানা

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা

নারায়ণগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ—ককটেল বিস্ফোরণ, আটক ৮

নারায়ণগঞ্জের আড়াইহাজারে যৌথ বাহিনীর অভিযান, বিপুল অস্ত্রসহ আটক ৫

শেখ হাসিনার রেখে যাওয়া বিচারব্যবস্থার উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি: রফিউর রাব্বি

মাদক কারবারি ফাইটার মনির পুলিশের জালে, দেশীয় অস্ত্র উদ্ধার

ছাত্র আন্দোলনের মামলায় যুব মহিলা লীগ নেত্রীসহ ২ জন গ্রেপ্তার

মাহফিল থেকে ফেরার পথে ইসলামি বক্তার গাড়িতে ডাকাতি, আহত ২

নির্বাচনের জন্য ডোনেশন চেয়ে এনসিপি প্রার্থীর পোস্ট