হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে নারী শ্রমিককে ধর্ষণ মামলায় ২ জন গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে এক নারী শ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে ১৬ মার্চ রাতে এ ঘটনা ঘটলেও প্রায় ১০ দিন পর থানায় মামলাটি দায়ের করেন ভুক্তভোগী। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সিদ্ধিরগঞ্জের ঢাকেশ্বরী বার্মাশীল এলাকার নূর হোসেন মানিক (১৮) এবং ফতুল্লার কাঠেরপুল এলাকার ফারুক (২৩)। 

মামলার বরাতে পুলিশ জানায়, ‘সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় একটি স্পিনিং মিলে কাজ করেন ওই ভুক্তভোগী। কাছেই বার্মাশীল এলাকার একটি বাসায় ভাড়া থাকেন তিনি। গ্রেপ্তারদের মধ্যে নূর হোসেন মানিক একই বাসায় ভাড়া থাকতেন। ঘটনার রাতে কাজ শেষ করে বাসায় ফেরার সময় গাড়ির জন্য অপেক্ষা করলে মানিক তাকে বাসায় পৌঁছে দেওয়ার প্রস্তাব দেয়। পরে ভুক্তভোগীকে ইজিবাইকে তুলে কৌশলে ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকায় নিয়ে আসে। সেখানে একটি পরিত্যক্ত বাড়িতে সংঘবদ্ধ ধর্ষণের পর রাত ১১টার দিকে তাঁকে ছেড়ে দেওয়া হয়। ঘটনার ১০ দিন পর ফতুল্লা থানায় এসে মামলা দায়ের করেন ভুক্তভোগী। 

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনার পরপরেই ভুক্তভোগী নারী থানায় আসতে পারতেন। কিন্তু তিনি ১০ দিন পর এসে মামলা করেছেন। আমরা দ্রুততম সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করেছি। তাদের আজ দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।’

ড্রামের ভেতর থেকে উদ্ধার যুবকের মরদেহ

ভাড়া বাড়ি থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

সোনারগাঁয়ে ৭ ডাকাত আটক, গণপিটুনি

নারায়ণগঞ্জে চুরিতে বাধা পেয়ে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা, গণপিটুনিতে নিহত অভিযুক্ত

এনসিপি প্রার্থী আল আমিনের ওপর হামলার চেষ্টা, প্রধান অভিযুক্তসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে এনসিপি প্রার্থীকে হামলাচেষ্টা, আহত ২

ছাত্রলীগ নেতাকে নিয়ে আইনজীবী-ছাত্রদল নেতার ধাক্কাধাক্কি, ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জে কারাবন্দী আ.লীগ নেতার মৃত্যু

অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করায় অর্ধলাখ টাকা জরিমানা

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা