হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

কাঁচপুরে ২ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে কাঁচপুর হাইওয়ে পুলিশ। আজ সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের এসব উচ্ছেদ অভিযান চালানো হয়। 

অভিযোগ রয়েছে, কাঁচপুর মোড়ে ফুটপাতে দোকানপাট বসিয়ে স্থানীয় রাজনৈতিক প্রভাবশালী চক্র প্রতি মাসে বিপুল পরিমাণ চাঁদা আদায় করছে। যে কারণে বারবার উচ্ছেদের পর পুনরায় রাস্তা ও ফুটপাত দখল করে দোকান পাট ও অবৈধ স্থাপনা গড়ে উঠে। 

অভিযানে মহাসড়কের উভয় পাশে গড়ে ওঠা মুদির দোকান, স্টেশনারি, ফলের দোকান, ফ্লেক্সিলোডের দোকান, হোটেল ও কাঁচা বাজারসহ দুই শতাধিক বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়। এতে করে ঢাকা–চট্টগ্রাম ও ঢাকা–সিলেট মহাসড়কের পাশে হকারদের দখলকৃত লেনটি এখন যানচলাচলের পাশাপাশি পথচারীদের হাঁটার উপযোগী হয়ে উঠেছে। 

ক্ষুদ্র ব্যবসায়ী কামাল হোসেন ও বাবুল মিয়া জানান, উচ্ছেদের পর আবারও দোকান বসাতে হলে স্থানীয় চাঁদাবাজদের মোটা অঙ্কের চাঁদা দিয়ে তাঁদের দোকানপাট বসাতে হবে। 

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক বলেন, ‘সকাল থেকে বিকেল পর্যন্ত উচ্ছেদ অভিযানে দুই শতাধিক অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। কাঁচপুর যানজটমুক্ত রাখতে এ উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।’

সেলিম ওসমানকে গ্রেপ্তারে অভিযান চালিয়েছে পুলিশ

সোনারগাঁয়ে অনুমতি ছাড়াই বসানো হয়েছে মেলা, অবৈধ কর্মকাণ্ডের অভিযোগ

বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ডুবে গেছে বাল্কহেড

নারায়ণগঞ্জে এনসিপির ৩ কর্মীকে ছুরিকাঘাত

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ১৮ ভবন খালি করার নির্দেশ

নারায়ণগঞ্জে ঘুরতে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ

রূপগঞ্জে ফেসবুক মন্তব্যকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৫

নারায়ণগঞ্জ শহরের সুগন্ধা প্লাস রেস্তোরাঁয় বাসি খাবার, লাখ টাকা জরিমানা

সোনারগাঁয়ে বিস্ফোরণে শিশুসহ এক পরিবারের চারজন দগ্ধ

চাকরির কথা বলে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, থানায় মামলা