হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

সন্তানদের ঝগড়া থামাতে গিয়ে বৃদ্ধ বাবার মৃত্যু, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সন্তানদের ঝগড়া থামাতে গিয়ে ছেলেদের ধাক্কায় আব্দুল আলী (৯০) নামের এক বৃদ্ধ বাবা মারা গেছেন। এই ঘটনায় আজ রোববার দুপুরে অভিযুক্ত দুই ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

এর আগে গতকাল শনিবার রাতে রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার বরাব রসূলপুর এলাকায় এই ঘটনা ঘটে। পরে রোববার সকালে বৃদ্ধের মেজো ছেলে ইব্রাহীম বাদী হয়ে চারজনকে আসামি করে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

মামলা সূত্রে জানা যায়, শনিবার রাত ৯টার দিকে পারিবারিক কলহের জের ধরে আব্দুল আলীর ছেলে কাউসার (২৬), মান্নান (৫০) ও মেয়ে আমেনার সঙ্গে ঝগড়া লাগে। এ সময় সন্তানদের ঝগড়া থামাতে আসে আব্দুল আলী। সে সময় কাউসার ও মান্নান তাঁকে ধাক্কা দিলে তিনি মাটিতে লুটিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। দ্রুত তাঁকে স্থানীয় ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ১টায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

এই ঘটনায় রোববার থানায় মামলা দায়ের করলে মামলার এজাহারভুক্ত আসামি কাউসার ও মান্নানকে গ্রেপ্তার করে পুলিশ। 

এ বিষয়ে জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) আবির হোসেন বলেন, পিতাকে ধাক্কা দিয়ে হত্যার ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত দুই ছেলেকে গ্রেপ্তার করে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। 

সোনারগাঁয়ে লরি বিকল: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

জামিনে বেরিয়ে হত্যা মামলার বাদীর ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ

হাদির হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

অন্ধকারকে দোষারোপ নয়, মোমবাতি হয়ে উঠতে হবে

শীতলক্ষ্যা তৃতীয় সেতুর নতুন নাম ‘শহীদ ওসমান হাদি’

ঘন কুয়াশায় নোঙর করে রাখা বাল্কহেডে লঞ্চের ধাক্কা, ১১ ঘণ্টা পর দুই লাশ উদ্ধার

ঘন কুয়াশায় নোঙর করে রাখা বাল্কহেডে লঞ্চের ধাক্কা, নিখোঁজ ২

নারায়ণগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার পর শ্বাসরোধে হত্যা, গ্রেপ্তার আসামির জবানবন্দি

অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ২

যুবশক্তির তিন নেতাকে হত্যার হুমকি, সোনারগাঁ থানায় জিডি