হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

সন্তানদের ঝগড়া থামাতে গিয়ে বৃদ্ধ বাবার মৃত্যু, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সন্তানদের ঝগড়া থামাতে গিয়ে ছেলেদের ধাক্কায় আব্দুল আলী (৯০) নামের এক বৃদ্ধ বাবা মারা গেছেন। এই ঘটনায় আজ রোববার দুপুরে অভিযুক্ত দুই ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

এর আগে গতকাল শনিবার রাতে রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার বরাব রসূলপুর এলাকায় এই ঘটনা ঘটে। পরে রোববার সকালে বৃদ্ধের মেজো ছেলে ইব্রাহীম বাদী হয়ে চারজনকে আসামি করে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

মামলা সূত্রে জানা যায়, শনিবার রাত ৯টার দিকে পারিবারিক কলহের জের ধরে আব্দুল আলীর ছেলে কাউসার (২৬), মান্নান (৫০) ও মেয়ে আমেনার সঙ্গে ঝগড়া লাগে। এ সময় সন্তানদের ঝগড়া থামাতে আসে আব্দুল আলী। সে সময় কাউসার ও মান্নান তাঁকে ধাক্কা দিলে তিনি মাটিতে লুটিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। দ্রুত তাঁকে স্থানীয় ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ১টায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

এই ঘটনায় রোববার থানায় মামলা দায়ের করলে মামলার এজাহারভুক্ত আসামি কাউসার ও মান্নানকে গ্রেপ্তার করে পুলিশ। 

এ বিষয়ে জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) আবির হোসেন বলেন, পিতাকে ধাক্কা দিয়ে হত্যার ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত দুই ছেলেকে গ্রেপ্তার করে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। 

ড্রামের ভেতর থেকে উদ্ধার যুবকের মরদেহ

ভাড়া বাড়ি থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

সোনারগাঁয়ে ৭ ডাকাত আটক, গণপিটুনি

নারায়ণগঞ্জে চুরিতে বাধা পেয়ে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা, গণপিটুনিতে নিহত অভিযুক্ত

এনসিপি প্রার্থী আল আমিনের ওপর হামলার চেষ্টা, প্রধান অভিযুক্তসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে এনসিপি প্রার্থীকে হামলাচেষ্টা, আহত ২

ছাত্রলীগ নেতাকে নিয়ে আইনজীবী-ছাত্রদল নেতার ধাক্কাধাক্কি, ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জে কারাবন্দী আ.লীগ নেতার মৃত্যু

অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করায় অর্ধলাখ টাকা জরিমানা

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা