হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

রূপগঞ্জে মাইক্রোবাস চালককে গলা কেটে হত্যা 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাইদুল ইসলাম (৩০) নামে এক মাইক্রোবাসের চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার দিবাগত রাতে উপজেলার কুশাবো এলাকার ৩০০ ফুট সড়কে এ ঘটনা ঘটে। মৃত সাইদুল ইসলাম গাজীপুরের বালিগাঁও এলাকার নাজিম উদ্দিনের ছেলে। 

স্থানীয় বাসিন্দা কৌশিক বলেন, গতকাল রাতে কুশাবো এলাকায় রাস্তার পাশে ছিনতাইকারীরা মাইক্রোবাসের চালককে জবাই করে হত্যা করে। এ সময় পার্শ্ববর্তী বিভো কোম্পানির সিকিউরিটি গার্ডরা টর্চলাইট জ্বালালে ছিনতাইকারীরা এলোমেলো হয়ে গ্রামের ভেতর ঢুকে পড়ে। 

এ বিষয়ে রূপগঞ্জ থানার উপপরিদর্শক আব্দুল রহিম বলেন, গতকাল দিবাগত রাত ৩টার দিকে স্থানীয়রা সড়কের পাশে মাইক্রোবাসে রক্তাক্ত মরদেহ দেখতে পান। পরে তাঁরা পুলিশে খবর দেন। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। 

উপপরিদর্শক আরও বলেন, মৃতের গলায় ও বুকের বাঁ পাশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়া ধস্তাধস্তিরও চিহ্ন রয়েছে। 

রূপগঞ্জের ভোলাব তদন্তকেন্দ্রের পরিদর্শক মিজানুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি, মাইক্রোবাসটি ছিনতাই করার জন্য সংঘবদ্ধ চক্র গাড়িটি ভাড়া করেছিল। পরে নির্জন স্থানে এনে চালককে হত্যা করা হয়। পরে ধরা পড়ে যাওয়ার ভয়ে ঘাতকেরা পালিয়ে যায়। 

তদন্তকেন্দ্রের পরিদর্শক আরও বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়ে শুধু মরদেহ পড়ে থাকতে দেখি। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে।’

ড্রামের ভেতর থেকে উদ্ধার যুবকের মরদেহ

ভাড়া বাড়ি থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

সোনারগাঁয়ে ৭ ডাকাত আটক, গণপিটুনি

নারায়ণগঞ্জে চুরিতে বাধা পেয়ে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা, গণপিটুনিতে নিহত অভিযুক্ত

এনসিপি প্রার্থী আল আমিনের ওপর হামলার চেষ্টা, প্রধান অভিযুক্তসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে এনসিপি প্রার্থীকে হামলাচেষ্টা, আহত ২

ছাত্রলীগ নেতাকে নিয়ে আইনজীবী-ছাত্রদল নেতার ধাক্কাধাক্কি, ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জে কারাবন্দী আ.লীগ নেতার মৃত্যু

অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করায় অর্ধলাখ টাকা জরিমানা

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা