হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জে রূপগঞ্জে এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। আজ রোববার সকালে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের মাঝিনা এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ। 

নিহত ফারজালা ইসলাম মিশু (৩২) গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার দক্ষিণ শাহাবাজ এলাকার আব্দুল মান্নানের মেয়ে। স্বামী তারিকুল ইসলাম একই উপজেলার মণ্ডলপাড়া এলাকার জাহিদুল ইসলামের ছেলে। তাঁরা মীর কংক্রিট কারখানায় কাজ করতেন ও মাঝিনা এলাকায় ভাড়া বাসায় থাকতেন। 

আটক তারিকুলের বরাত দিয়ে পুলিশ জানায়, তারিকুলের দাবি তাঁর স্ত্রীর পরকীয়া সম্পর্ক আছে। এ জন্য উভয়ের মধ্যে প্রায়ই ঝগড়া বিবাদ হতো। আজ রোববার সকালে এ নিয়ে ফের ঝগড়া শুরু হলে তারিকুল ক্ষুব্ধ হয়ে চাকু নিয়ে তাঁর স্ত্রীর বুকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মারা যায় মিশু। 

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, মিশু নামের এক গৃহবধূকে হত্যার সংবাদে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার ও অভিযুক্ত স্বামীকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারিকুল হত্যার কথা স্বীকার করেছেন। 

নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তাঁরা রূপগঞ্জে আসলে থানায় মামলা গ্রহণ করা হবে। গৃহবধূর লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

সোনারগাঁয়ে লরি বিকল: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

জামিনে বেরিয়ে হত্যা মামলার বাদীর ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ

হাদির হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

অন্ধকারকে দোষারোপ নয়, মোমবাতি হয়ে উঠতে হবে

শীতলক্ষ্যা তৃতীয় সেতুর নতুন নাম ‘শহীদ ওসমান হাদি’

ঘন কুয়াশায় নোঙর করে রাখা বাল্কহেডে লঞ্চের ধাক্কা, ১১ ঘণ্টা পর দুই লাশ উদ্ধার

ঘন কুয়াশায় নোঙর করে রাখা বাল্কহেডে লঞ্চের ধাক্কা, নিখোঁজ ২

নারায়ণগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার পর শ্বাসরোধে হত্যা, গ্রেপ্তার আসামির জবানবন্দি

অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ২

যুবশক্তির তিন নেতাকে হত্যার হুমকি, সোনারগাঁ থানায় জিডি