হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

ট্রাকে পণ্যের আড়ালে ৪২ কেজি গাঁজাসহ ২ কারবারি আটক

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ৪২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব। এ সময় আটককৃতদের মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক এবং নগদ ৬ হাজার ২১০ টাকা জব্দ করা হয়।

আজ বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-৩-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক। এর আগে ভোররাতে সিদ্ধিরগঞ্জ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

আটককৃতরা হলেন—ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার মৃত জসীম উদ্দিনের ছেলে মো. আজিজ (৩৩) এবং গাজীপুর জেলার শ্রীপুর থানার আব্দুল মান্নানের ছেলে মো. সাইদুল ইসলাম (৪৫)।

র‍্যাব-৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘আটক ব্যক্তিরা তাদের কৃতকর্মের বিষয়টি স্বীকার করেছে। চক্রটি দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে মাদকের বড় বড় চালান নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে কেনাবেচা করে আসছিল। তারা বিভিন্ন সময়ে অভিনব পদ্ধতি অবলম্বন করে অবৈধ মাদকের চালান বহন করে থাকে। তাঁরা মূলত পণ্যবাহী ট্রাক চালিয়ে জীবিকা নির্বাহ করে এবং ট্রাকে পণ্যের আড়ালে অবৈধ মাদকের চালান দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে। আসামিদের মাদক ব্যবসার সঙ্গে একাধিক সিন্ডিকেট জড়িত রয়েছে। উক্ত সিন্ডিকেটকে গ্রেপ্তারের জন্য র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে।’

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

নারায়ণগঞ্জে কারাবন্দী আ.লীগ নেতার মৃত্যু

অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করায় অর্ধলাখ টাকা জরিমানা

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা

নারায়ণগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ—ককটেল বিস্ফোরণ, আটক ৮

নারায়ণগঞ্জের আড়াইহাজারে যৌথ বাহিনীর অভিযান, বিপুল অস্ত্রসহ আটক ৫

শেখ হাসিনার রেখে যাওয়া বিচারব্যবস্থার উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি: রফিউর রাব্বি

মাদক কারবারি ফাইটার মনির পুলিশের জালে, দেশীয় অস্ত্র উদ্ধার

ছাত্র আন্দোলনের মামলায় যুব মহিলা লীগ নেত্রীসহ ২ জন গ্রেপ্তার

মাহফিল থেকে ফেরার পথে ইসলামি বক্তার গাড়িতে ডাকাতি, আহত ২

নির্বাচনের জন্য ডোনেশন চেয়ে এনসিপি প্রার্থীর পোস্ট