হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

ট্রাকে পণ্যের আড়ালে ৪২ কেজি গাঁজাসহ ২ কারবারি আটক

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ৪২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব। এ সময় আটককৃতদের মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক এবং নগদ ৬ হাজার ২১০ টাকা জব্দ করা হয়।

আজ বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-৩-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক। এর আগে ভোররাতে সিদ্ধিরগঞ্জ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

আটককৃতরা হলেন—ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার মৃত জসীম উদ্দিনের ছেলে মো. আজিজ (৩৩) এবং গাজীপুর জেলার শ্রীপুর থানার আব্দুল মান্নানের ছেলে মো. সাইদুল ইসলাম (৪৫)।

র‍্যাব-৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘আটক ব্যক্তিরা তাদের কৃতকর্মের বিষয়টি স্বীকার করেছে। চক্রটি দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে মাদকের বড় বড় চালান নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে কেনাবেচা করে আসছিল। তারা বিভিন্ন সময়ে অভিনব পদ্ধতি অবলম্বন করে অবৈধ মাদকের চালান বহন করে থাকে। তাঁরা মূলত পণ্যবাহী ট্রাক চালিয়ে জীবিকা নির্বাহ করে এবং ট্রাকে পণ্যের আড়ালে অবৈধ মাদকের চালান দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে। আসামিদের মাদক ব্যবসার সঙ্গে একাধিক সিন্ডিকেট জড়িত রয়েছে। উক্ত সিন্ডিকেটকে গ্রেপ্তারের জন্য র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে।’

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

৩ দিন পর সিদ্ধান্ত পাল্টে নির্বাচনে থাকার ঘোষণা বিএনপি প্রার্থী মাসুদের

গার্মেন্টস বন্ধের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ৪ কিলোমিটার যানজট

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহসভাপতি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির প্রার্থী মাসুদের ভোট না করার ঘোষণায় ক্ষুব্ধ দল

নারায়ণগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টার গাড়ি আটকে ছাত্রসংগঠনের বিক্ষোভ

নির্বাচন কে করবে আর করবে না—সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার: স্বরাষ্ট্র উপদেষ্টা

সেলিম ওসমানকে গ্রেপ্তারে অভিযান চালিয়েছে পুলিশ

সোনারগাঁয়ে অনুমতি ছাড়াই বসানো হয়েছে মেলা, অবৈধ কর্মকাণ্ডের অভিযোগ

বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ডুবে গেছে বাল্কহেড

নারায়ণগঞ্জে এনসিপির ৩ কর্মীকে ছুরিকাঘাত