হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

জেল থেকে মুক্তি পেয়েই সাবেক ছাত্রদল নেতা জাকিরের শোডাউন

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নেতা-কর্মী নিয়ে শোডাউন করছেন সাবেক ছাত্রদল নেতা জাকির খান। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান কারাগার থেকে মুক্তি পেয়েছেন। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে তিনি মুক্তি পান।

এ সময় তাঁর আত্মীয়-স্বজন ও নেতা-কর্মীরা জেলগেট থেকে ফুলের মালা দিয়ে তাঁকে বরণ করে নেন। মুক্ত হয়েই বিএনপির পতাকা নেড়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। পরে হাজারো নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে পুরো নারায়ণগঞ্জ শহরে শোডাউন দেন।

কারামুক্তির বিষয়ে জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ ফোরকান ওয়াহিদ বলেন, একটি মামলায় পাঁচ বছরের সাজার মেয়াদ শেষ হলে জাকির খানকে আজ মুক্তি দেওয়া হয়।

জাকির খানের আইনজীবী রবিউল ইসলাম বলেন, জাকির খানের বিরুদ্ধে মোট ৩৩টি মামলা ছিল। এর মধ্যে ৩২ টিতে তিনি খালাস পেয়েছেন। বাকি একটি মামলায় তিনি জামিনে আছেন। বহু আগে তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী একটি মামলায় সাজা হয়েছিল। সেই মামলায় আজ সাজা শেষ করে তিনি মুক্তি পেয়েছেন।

উল্লেখ্য, দীর্ঘদিন পলাতক থাকার পর ২০২২ সালের ৩ সেপ্টেম্বর র‍্যাব-১১ এর ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এরপর ধাপে ধাপে বিভিন্ন মামলায় জামিন পান তিনি। চলতি বছরের ৭ জানুয়ারি আলোচিত বিএনপি নেতা সাব্বির আলম খন্দকার হত্যা মামলার রায়ে তিনি খালাস পান।

নারায়ণগঞ্জে কারাবন্দী আ.লীগ নেতার মৃত্যু

অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করায় অর্ধলাখ টাকা জরিমানা

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা

নারায়ণগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ—ককটেল বিস্ফোরণ, আটক ৮

নারায়ণগঞ্জের আড়াইহাজারে যৌথ বাহিনীর অভিযান, বিপুল অস্ত্রসহ আটক ৫

শেখ হাসিনার রেখে যাওয়া বিচারব্যবস্থার উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি: রফিউর রাব্বি

মাদক কারবারি ফাইটার মনির পুলিশের জালে, দেশীয় অস্ত্র উদ্ধার

ছাত্র আন্দোলনের মামলায় যুব মহিলা লীগ নেত্রীসহ ২ জন গ্রেপ্তার

মাহফিল থেকে ফেরার পথে ইসলামি বক্তার গাড়িতে ডাকাতি, আহত ২

নির্বাচনের জন্য ডোনেশন চেয়ে এনসিপি প্রার্থীর পোস্ট