হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নাসিকের সাবেক কাউন্সিলর মতি ৭ দিনের রিমান্ডে

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জে আদালতে নাসিকের সাবেক কাউন্সিলর মতিউর রহমান মতি। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মতিউর রহমান মতিকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার দুপুরে তিনটি পৃথক মামলায় এই রিমান্ড মঞ্জুর করেন আদালতের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাসুম ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাফিয়া শারমিন।

রিমান্ডের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক কাইয়ুম খান। তিনি বলেন, নারায়ণগঞ্জ সদর থানার একটি হত্যা মামলায় দুদিন, সিদ্ধিরগঞ্জ থানার পৃথক একটি হত্যা মামলায় তিন দিন এবং একই থানার আরেকটি হত্যাচেষ্টা মামলায় দুদিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

পরিদর্শক কাইয়ুম জানান, তিনটি মামলায় আদালতে মোট ২১ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত শুনানি শেষে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ সদর থানার আবুল হাসান স্বজন হত্যা মামলায় মতিকে গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পাশাপাশি সিদ্ধিরগঞ্জ থানার রিকশাচালক আব্দুল লতিফ হত্যা মামলায় সাত দিনের রিমান্ড এবং আল আমিন নামের এক যুবককে হত্যাচেষ্টা মামলায় সাত দিনের রিমান্ড আবেদন করা হয়।

১৩ জানুয়ারি মতিউর রহমান মতিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

চাকরির কথা বলে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, থানায় মামলা

পরকীয়ার জেরে খুন হন সুমন খলিফা, স্ত্রী-প্রেমিকসহ গ্রেপ্তার ৬

স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা বিএনপি নেতার, ‘ডাকাত’ বললেন আরেক নেতা

বিড়াল কবুতরের বাচ্চা খাওয়ায় মারামারি, নিহত ১

দুই সন্তান রেখে উধাও প্রবাসীর স্ত্রী, থানায় অভিযোগ

ভাড়া নিয়ে কেটে ফেলা জাহাজ আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার শর্তে সমঝোতা

ফতুল্লায় যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের চার আসন: বিএনপির বিরোধের জেরে সম্ভাবনা দেখছে জামায়াত

নারায়ণগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত

চট্টগ্রাম থেকে ভাড়ায় জাহাজ এনে কেটে বিক্রি, ছাত্রদল নেতাসহ ৭ জনের নামে মামলা