হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

স্বামী-সন্তান রেখে অন্য সংসারে, ২ মাস পর ফিরেই খুন নারী

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পারিবারিক কলহের জেরে ইতি আক্তার (২৫) নামের এক নারী খুন হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় অভিযুক্ত নারীর স্বামী বিল্লাল হোসেনকে (৩২) আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার (২৫ জুলাই) রাতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ১ নম্বর ওয়ার্ডের মিজমিজি বাতানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।  

বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম।  

নিহত নারী ঢাকার নবাবগঞ্জের মানিক গাজীর মেয়ে।  

স্থানীয় সূত্রে জানা যায়, মিজমিজি বাতানপাড়া এলাকায় একটি বাড়িতে বসবাস করতেন ইতি ও তাঁর স্বামী। দীর্ঘদিন ধরে পারিবারিক কলহে সংসারে ঝামেলা চলছিল। গতকাল হঠাৎ তাদের বসতঘর থেকে চিৎকারের আওয়াজ শোনা যায়। পরে প্রতিবেশীরা ঘরে প্রবেশ করে দেখতে পান ইতির লাশ মেঝেতে পড়ে আছে। পাশেই স্বামী বিল্লাল হোসেন বসে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম বলেন, পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। মৃত নারী স্বামী বিল্লাল হোসেন ও ৬ বছরের একটি সন্তান রেখে পরকীয়ায় জড়িয়ে আরেকটি বিয়ে করেছিলেন। ইতি তাঁর দ্বিতীয় স্বামীর সঙ্গে দুই মাস সংসার করে দুই দিন আগে আবারও বিল্লালের ঘরে ফিরে আসেন। এর মধ্যে গতকাল মোবাইল ফোনে কথা বলা নিয়ে উভয়ের ঝগড়া হলে স্বামী বিল্লাল হোসেন রুটি তৈরির বেলন দিয়ে ইতির মাথায় আঘাত করেন। এতে ইতির মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

এনসিপি প্রার্থী আল আমিনের ওপর হামলার চেষ্টা, প্রধান অভিযুক্তসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে এনসিপি প্রার্থীকে হামলাচেষ্টা, আহত ২

ছাত্রলীগ নেতাকে নিয়ে আইনজীবী-ছাত্রদল নেতার ধাক্কাধাক্কি, ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জে কারাবন্দী আ.লীগ নেতার মৃত্যু

অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করায় অর্ধলাখ টাকা জরিমানা

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা

নারায়ণগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ—ককটেল বিস্ফোরণ, আটক ৮

নারায়ণগঞ্জের আড়াইহাজারে যৌথ বাহিনীর অভিযান, বিপুল অস্ত্রসহ আটক ৫

শেখ হাসিনার রেখে যাওয়া বিচারব্যবস্থার উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি: রফিউর রাব্বি

মাদক কারবারি ফাইটার মনির পুলিশের জালে, দেশীয় অস্ত্র উদ্ধার