ঢাকা মেডিকেল কলেজ থেকে নিখোঁজ রোগীর অক্ষত মরদেহ মিলল নারায়ণগঞ্জের পার্ক থেকে। গত শুক্রবার বিকেলে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়। আজ রোববার মরদেহটির পরিচয় নিশ্চিত হওয়া গেছে।
নিহত যুবকের নাম মাইনুদ্দীন (৩১)। সে ফেনী জেলার উত্তর লক্ষ্মীপুর মনাকাজী গ্রামের রবিউল হক ও সালেহা বেগমের সন্তান।
পুলিশ জানায়, শুক্রবার বিকেলে ৯৯৯ এ ফোন পেয়ে আমরা ২ নম্বর রেলগেট সংলগ্ন ছোট পার্কে গিয়ে একটি যুবকের মরদেহ উদ্ধার করি। আশপাশে জিজ্ঞাসাবাদ করে তাঁর কোনো পরিচয় পাওয়া যায়নি। পরে লাশের সুরতহাল করে মর্গে পাঠিয়ে দিই। এরপর সিটি করপোরেশনের অনুমতি নিয়ে তাঁকে সিদ্ধিরগঞ্জের কবরস্থানে দাফন করা হয়। এর আগে মরদেহের আঙুলের ছাপ পরীক্ষার জন্য পিবিআই ও সিআইডিকে পাঠানো হয়।
নারায়ণগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. সিরাজউদ্দৌলা জানান বলেন, গতকাল বিকেলে পিবিআই থেকে আমাকে জানানো হয় যে মরদেহের পরিচয় পাওয়া গেছে। সেই পরিচয় পেয়ে নিহতের পিতা ও ভাই এসে মরদেহ শনাক্ত করে। তাদের কাছে জানতে পারি নিহত মাইনউদ্দিন কিডনি সহ নানান রোগে ভুগছিলেন এবং গত ২৩ তারিখে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হন। গত ২৬ তারিখে সেখান থেকে নিখোঁজ হন। তবে তিনি কেন এখানে এলেন বা কেউ তাঁকে নিয়ে এসেছে কি-না সেটা জানা যায়নি।