হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ-১: ভোট কেনার সময় আটক, ২ জনের কারাদণ্ড 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ-১ আসনে নগদ টাকা দিয়ে ভোট কেনার সময় আটক হয়েছেন কেটলি প্রতীকে নির্বাচন করা স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূঁইয়ার দুই কর্মী। পরে আজ রোববার সকালে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সামশাদ বেগমের আদালত ওই দুই ব্যক্তিকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান। তিনি জানান, সাজাপ্রাপ্ত আসামিরা রূপগঞ্জের আগরপাড় এলাকার সবুজ (৩০) ও নাঈম (২৭)। তাঁরা উভয়ই কেটলি প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর কর্মী এবং ওই প্রার্থীর পক্ষে ভোট কিনতে টাকা বিলি করছিলেন বলে উভয়ে স্বীকার করেছেন। 

ভোটের আগের রাত অর্থাৎ ৬ জানুয়ারি দিবাগত রাতে নারায়ণগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূঁইয়ার পক্ষে গুতিয়াবো এলাকার আগারপাড়ায় ভোটারদের মধ্যে টাকা বিলি করতে গিয়ে স্থানীয়দের হাতে আটক হন তাঁরা। খবর পেয়ে রূপগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে এসে নগদ ১ লাখ ৮০ হাজার টাকাসহ তাঁদের আটক করে থানায় নিয়ে যায়। 

পরে আজ রোববার সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সামশাদ বেগম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আসামিদের স্বীকারোক্তি মোতাবেক গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ আইন, ১৯৭২-এর ২ (বি) ধারায় দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

প্রসঙ্গত, স্থানীয়দের হাতে টাকাসহ আটকের পর জিজ্ঞাসাবাদে নাঈম বলেছিলেন, ‘কেটলি প্রতীকে ভোট কেনার জন্য শাহজাহান ভূঁইয়ার লোক মামুন মিয়া তাঁদের হাতে টাকা দিয়েছেন। ২ লাখ টাকা দিয়ে এলাকার ভোটারপ্রতি ২ হাজার করে টাকা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছিল তাঁদের। টাকা বিলির একপর্যায়ে স্থানীয় সচেতন ভোটারদের হাতে আটক হন তাঁরা।

ড্রামের ভেতর থেকে উদ্ধার যুবকের মরদেহ

ভাড়া বাড়ি থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

সোনারগাঁয়ে ৭ ডাকাত আটক, গণপিটুনি

নারায়ণগঞ্জে চুরিতে বাধা পেয়ে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা, গণপিটুনিতে নিহত অভিযুক্ত

এনসিপি প্রার্থী আল আমিনের ওপর হামলার চেষ্টা, প্রধান অভিযুক্তসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে এনসিপি প্রার্থীকে হামলাচেষ্টা, আহত ২

ছাত্রলীগ নেতাকে নিয়ে আইনজীবী-ছাত্রদল নেতার ধাক্কাধাক্কি, ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জে কারাবন্দী আ.লীগ নেতার মৃত্যু

অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করায় অর্ধলাখ টাকা জরিমানা

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা