হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

বোনের প্রেমিককে পিটিয়ে হত্যা মামলায় ভাই গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বোনের প্রেমিককে পিটিয়ে হত্যার মামলায় সাগর চন্দ্র দাসকে (২৫) গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। 

আজ বুধবার দুপুরে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র‍্যাব। 

এর আগে গতকাল মঙ্গলবার দুপুরে তাঁকে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কাওটাইল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। 

অভিযুক্ত সাগর উপজেলার কলাগাছিয়া এলাকার বাবুল চন্দ্র দাসের ছেলে। গত ২১ জুন বোনের প্রেমিক পান্ত চন্দ্র দাসকে পিটিয়ে গুরুতর জখম করেন তিনি। 

গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে সংস্থাটির এএসপি রিজওয়ান সাঈদ জিকু বলেন, নিহত পান্ত চন্দ্র দাসের সঙ্গে বাবুল চন্দ্র দাসের মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। গত ২১ জুন রাতে পান্ত তাঁর প্রেমিকার সঙ্গে দেখা করতে আসেন। এ সময় সাগরসহ তাঁর স্বজনেরা পান্তকে লাঠি দিয়ে পিটিয়ে জখম করেন। পরিবারের লোকজন খবর পেয়ে পান্ত দাসকে বাবুলের বাড়ির রান্নাঘর থেকে আহত অবস্থায় উদ্ধার করেন। 

পান্তকে দ্রুত ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। চার দিন চিকিৎসাধীন থাকার পর ২৫ জুন মারা যান তিনি। এই ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে আড়াইহাজার থানায় হত্যা মামলা করেন। 

র‍্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁকে আড়াইহাজার থানায় মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হবে।

নারায়ণগঞ্জে কারাবন্দী আ.লীগ নেতার মৃত্যু

অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করায় অর্ধলাখ টাকা জরিমানা

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা

নারায়ণগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ—ককটেল বিস্ফোরণ, আটক ৮

নারায়ণগঞ্জের আড়াইহাজারে যৌথ বাহিনীর অভিযান, বিপুল অস্ত্রসহ আটক ৫

শেখ হাসিনার রেখে যাওয়া বিচারব্যবস্থার উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি: রফিউর রাব্বি

মাদক কারবারি ফাইটার মনির পুলিশের জালে, দেশীয় অস্ত্র উদ্ধার

ছাত্র আন্দোলনের মামলায় যুব মহিলা লীগ নেত্রীসহ ২ জন গ্রেপ্তার

মাহফিল থেকে ফেরার পথে ইসলামি বক্তার গাড়িতে ডাকাতি, আহত ২

নির্বাচনের জন্য ডোনেশন চেয়ে এনসিপি প্রার্থীর পোস্ট