হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসের সামনে দালাল চক্রের ১৪ সদস্য গ্রেপ্তার 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জে পাসপোর্ট অফিসের সামনে থেকে দালাল চক্রের দুই হোতাসহ ১৪ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। এ সময় পাসপোর্ট তৈরির বিপুল পরিমাণ কাগজপত্র ও সিল জব্দ করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর আগে গতকাল বুধবার বিকেলে পাসপোর্ট অফিসের সামনে থেকে আটক করা হয় তাদের।

গ্রেপ্তারকৃতরা হলেন মুকুল মোল্লা (৩০), সাইফুল ইসলাম (২৮), রাকিব (২৫), আলমগীর (৩২), নবীন (১৮), শফিকুল ইসলাম রানা (৩৫) সাখাওয়াত (৩০), শফিকুল ইসলাম (৪৫), ইমরান হোসেন সুজন (৩৪) সিরাজ উদ্দিন সাজু (৩৯), হাসান ইকবাল (৩৬), জাহিদ হোসেন (৪৫) মফিজুল (৩৫) ও সজিব (৩২)।

এ সময় তাঁদের কাছ থেকে ২২টি পাসপোর্ট, ৪৮৭ কপি পাসপোর্টের স্লিপ, ১৯ টি এনআইডি কার্ড,৮টি রাবার সিল, ২০টি মোবাইল সেট ও ৩২টি সিল জব্দ করে। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১ এর সহকারী পরিচালক রিজওয়ান সাঈদ জিকু।

র‍্যাব জানায় পাসপোর্ট করে দেওয়ার কথা বলে অসহায় নিরীহ মানুষের কাছ থেকে রাজস্ব থেকেও কয়েকগুন বেশি টাকা হাতিয়ে নিত চক্রটি। পুলিশ, ব্যাংক ও বিভিন্ন দপ্তরের সিল ও স্বাক্ষর নকল করে পাসপোর্ট তৈরি করত। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে ফতুল্লা থানায় মামলা দায়ের করা হয়েছে।

ড্রামের ভেতর থেকে উদ্ধার যুবকের মরদেহ

ভাড়া বাড়ি থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

সোনারগাঁয়ে ৭ ডাকাত আটক, গণপিটুনি

নারায়ণগঞ্জে চুরিতে বাধা পেয়ে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা, গণপিটুনিতে নিহত অভিযুক্ত

এনসিপি প্রার্থী আল আমিনের ওপর হামলার চেষ্টা, প্রধান অভিযুক্তসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে এনসিপি প্রার্থীকে হামলাচেষ্টা, আহত ২

ছাত্রলীগ নেতাকে নিয়ে আইনজীবী-ছাত্রদল নেতার ধাক্কাধাক্কি, ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জে কারাবন্দী আ.লীগ নেতার মৃত্যু

অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করায় অর্ধলাখ টাকা জরিমানা

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা