হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসের সামনে দালাল চক্রের ১৪ সদস্য গ্রেপ্তার 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জে পাসপোর্ট অফিসের সামনে থেকে দালাল চক্রের দুই হোতাসহ ১৪ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। এ সময় পাসপোর্ট তৈরির বিপুল পরিমাণ কাগজপত্র ও সিল জব্দ করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর আগে গতকাল বুধবার বিকেলে পাসপোর্ট অফিসের সামনে থেকে আটক করা হয় তাদের।

গ্রেপ্তারকৃতরা হলেন মুকুল মোল্লা (৩০), সাইফুল ইসলাম (২৮), রাকিব (২৫), আলমগীর (৩২), নবীন (১৮), শফিকুল ইসলাম রানা (৩৫) সাখাওয়াত (৩০), শফিকুল ইসলাম (৪৫), ইমরান হোসেন সুজন (৩৪) সিরাজ উদ্দিন সাজু (৩৯), হাসান ইকবাল (৩৬), জাহিদ হোসেন (৪৫) মফিজুল (৩৫) ও সজিব (৩২)।

এ সময় তাঁদের কাছ থেকে ২২টি পাসপোর্ট, ৪৮৭ কপি পাসপোর্টের স্লিপ, ১৯ টি এনআইডি কার্ড,৮টি রাবার সিল, ২০টি মোবাইল সেট ও ৩২টি সিল জব্দ করে। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১ এর সহকারী পরিচালক রিজওয়ান সাঈদ জিকু।

র‍্যাব জানায় পাসপোর্ট করে দেওয়ার কথা বলে অসহায় নিরীহ মানুষের কাছ থেকে রাজস্ব থেকেও কয়েকগুন বেশি টাকা হাতিয়ে নিত চক্রটি। পুলিশ, ব্যাংক ও বিভিন্ন দপ্তরের সিল ও স্বাক্ষর নকল করে পাসপোর্ট তৈরি করত। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে ফতুল্লা থানায় মামলা দায়ের করা হয়েছে।

৩ দিন পর সিদ্ধান্ত পাল্টে নির্বাচনে থাকার ঘোষণা বিএনপি প্রার্থী মাসুদের

গার্মেন্টস বন্ধের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ৪ কিলোমিটার যানজট

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহসভাপতি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির প্রার্থী মাসুদের ভোট না করার ঘোষণায় ক্ষুব্ধ দল

নারায়ণগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টার গাড়ি আটকে ছাত্রসংগঠনের বিক্ষোভ

নির্বাচন কে করবে আর করবে না—সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার: স্বরাষ্ট্র উপদেষ্টা

সেলিম ওসমানকে গ্রেপ্তারে অভিযান চালিয়েছে পুলিশ

সোনারগাঁয়ে অনুমতি ছাড়াই বসানো হয়েছে মেলা, অবৈধ কর্মকাণ্ডের অভিযোগ

বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ডুবে গেছে বাল্কহেড

নারায়ণগঞ্জে এনসিপির ৩ কর্মীকে ছুরিকাঘাত