হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

বিএনপির সংঘর্ষে জোড়া খুন, পৃথক মামলায় গ্রেপ্তার ৮

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বন্দর থানা। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি সমর্থকদের দুই পক্ষের সংঘর্ষে জোড়া খুনের ঘটনায় দুটি মামলা করা হয়েছে। মামলায় আসামি করা হয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক দুই কাউন্সিলরকে।

গতকাল রোববার রাতে বন্দর থানায় নিহত ব্যক্তিদের পরিবার বাদী হয়ে এসব মামলা করে। আজ সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী। তিনি জানান, দুটি মামলায় চারজন করে মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, চা-দোকানি আব্দুল কুদ্দুস (৬০) হত্যায় তাঁর মেয়ে রোকসানা বাদী হয়ে মামলা করেছেন। এই মামলায় নাসিকের সাবেক কমিশনার ও বহিষ্কৃত বিএনপি নেতা হান্নান সরকারকসহ ১৩ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। এই মামলায় আরও ৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

অন্যদিকে বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান (৪২) হত্যায় তাঁর ভাই খালেদ সাইফুল্লাহ বাদী হয়ে মামলা করেছেন। এই মামলায় ২৯ জনের নাম উল্লেখ ও ৪০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মামলার ৪ নম্বরে রয়েছেন নাসিকের সাবেক কাউন্সিলর শাহিন মিয়া।

দুটি মামলার এজাহারে সাবেক আরেক কাউন্সিলর ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশার গ্রুপের সঙ্গে বিরোধের কথা উল্লেখ করা হলেও তাঁকে মামলায় আসামি করা হয়নি।

নারায়ণগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার পর শ্বাসরোধে হত্যা, গ্রেপ্তার আসামির জবানবন্দি

অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ২

যুবশক্তির তিন নেতাকে হত্যার হুমকি, সোনারগাঁ থানায় জিডি

নিখোঁজের ১৮ ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

ধলেশ্বরী নদীতে ফেরি থেকে ট্রাকসহ ৫ যান নদীতে, নিহত ৩

চলন্ত ফেরি থেকে মাঝনদীতে পড়ল ট্রাকসহ ৫ যান

৩ দিন পর সিদ্ধান্ত পাল্টে নির্বাচনে থাকার ঘোষণা বিএনপি প্রার্থী মাসুদের

গার্মেন্টস বন্ধের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ৪ কিলোমিটার যানজট

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহসভাপতি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির প্রার্থী মাসুদের ভোট না করার ঘোষণায় ক্ষুব্ধ দল