হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

মামলায় ২০ জনের বদলে ২০০ আসামি, এতে তদন্তে সময় লাগছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নারায়ণগঞ্জ ও সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি 

র‍্যাব-১১ কার্যালয় পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: আজকের পত্রিকা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, ‘অস্থিরতা তৈরির জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে এআই দিয়ে মৃত ব্যক্তিকে জীবিত বানিয়ে প্রচার করা হচ্ছে। যা ঘটে তা প্রচার করলে এই সমস্যা কমে আসবে। সত্য তথ্য তুলে ধরতে হবে। আর কিছু উসকানিদাতা তো থাকবেই। তারা চাইবে সমস্যা তৈরি করার জন্য। যারা পুলিশের সঙ্গে মানুষের বিভেদ করতে চায়, তাদের বলব আপনারা নিজেরা নিজেরা যা করেন, পুলিশের সঙ্গে কোনো বিভেদ করবেন না। আমাদের কাজ আইনশৃঙ্খলা রক্ষা করা। আপনাদের কাজ জনগণের সমর্থন আদায় করা।’

আজ শনিবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের পুলিশ লাইনস পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, ‘সারা দেশে লুট হওয়া ও জুলাই আন্দোলনকারীদের দমাতে সন্ত্রাসীদের ব্যবহার করা অবৈধ অস্ত্র উদ্ধারে আমরা চেষ্টা করছি। নির্বাচনের আগে আরও অস্ত্র উদ্ধার করা হবে। নির্বাচনের দায়িত্ব শুধু পুলিশের না, সবচেয়ে বড় দায়িত্ব যারা নির্বাচন করবেন। এরপর নির্বাচন কমিশন, প্রশাসন। সবাই যদি সহযোগিতা করে, তাহলে আমরা ভালো নির্বাচন আয়োজন করতে পারব।’

৫ আগস্টের পর হত্যা ও হত্যাচেষ্টা মামলার বিষয়ে বলেন, ‘কয়েকটি মামলার বিচার শুরু হয়ে গেছে। যেখানে একটি হত্যা মামলার ২০ জন আসামি হওয়ার কথা, সেখানে আসামি দেওয়া হয়েছে ২০০ জন। এতে তদন্তে সময় বেশি লাগে। আমরা বলেছি, নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয়, সে জন্য আমাদের সজাগ দৃষ্টি রাখতে হচ্ছে। স্বার্থান্বেষী মহল নিজেদের স্বার্থে নিরীহ ব্যক্তিদের আসামি করেছে। তারা যদি আসল আসল ব্যক্তিদের নাম দিত, তাহলে এত সমস্যা হতো না।’

এর আগে এদিন র‍্যাব-১১ কার্যালয় পরিদর্শন করেন উপদেষ্টা। সেখানে তিনি বলেন, ‘ভারত থেকে গত এক মাসে ১৫ শ বাংলাদেশিকে পুশ ইন করানো হচ্ছে, এই তথ্যটা সঠিক। তবে যেসব বাংলাদেশি ভারতে রয়েছে, তাদের তো আমাদের নিতে হবে। সেটা ১০ কিংবা ২০ বছর পরে হোক। আমাদের দেশিদের সঙ্গে যেসব রোহিঙ্গাদের পাঠানো হয়েছে, তাদের আমরা গ্রহণ করছি না, তাদের ফেরত পাঠিয়ে দিচ্ছি।’

উপদেষ্টা বলেন, ‘আমরা ভারতকে বলেছি, আমাদের বাংলাদেশের কোনো নাগরিক যদি ওই খানে থেকে থাকে, তাহলে একটা নিয়মের মাধ্যমে পাঠিয়ে দিতে। যেমনটা আমরা ভারতীয়দের নিয়মের মধ্যে পাঠিয়ে থাকি। কিন্তু তারা নিয়মের মাধ্যমে না পাঠিয়ে নদীর পাড়ে, জঙ্গলে ফেলে যায়—এটা কোনোভাবে গ্রহণযোগ্য না। এ বিষয়ে আমরা প্রতিবাদ করে যাচ্ছি। আমাদের প্রতিবাদে কিছুটা কাজ হচ্ছে এবং পুশ ইনের সংখ্যাটা কমে আসছে।’

এ সময় উপদেষ্টার সঙ্গে ছিলেন র‍্যাবের মহাপরিদর্শক এ কে এম শহীদুর রহমান, পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার প্রমুখ।

নারায়ণগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার পর শ্বাসরোধে হত্যা, গ্রেপ্তার আসামির জবানবন্দি

অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ২

যুবশক্তির তিন নেতাকে হত্যার হুমকি, সোনারগাঁ থানায় জিডি

নিখোঁজের ১৮ ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

ধলেশ্বরী নদীতে ফেরি থেকে ট্রাকসহ ৫ যান নদীতে, নিহত ৩

চলন্ত ফেরি থেকে মাঝনদীতে পড়ল ট্রাকসহ ৫ যান

৩ দিন পর সিদ্ধান্ত পাল্টে নির্বাচনে থাকার ঘোষণা বিএনপি প্রার্থী মাসুদের

গার্মেন্টস বন্ধের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ৪ কিলোমিটার যানজট

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহসভাপতি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির প্রার্থী মাসুদের ভোট না করার ঘোষণায় ক্ষুব্ধ দল