হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

৫ ঘণ্টা পর সেনাবাহিনীর আশ্বাসে সড়ক ছাড়লেন পোশাকশ্রমিকেরা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ঢাকা-পাগলা-মুন্সিগঞ্জ সড়ক অবরোধ করেছেন শ্রমিকেরা। ছবি: আজকের পত্রিকা

পাঁচ ঘণ্টা পর সেনাবাহিনীর আশ্বাসে সড়ক অবরোধ তুলে নিয়েছেন নারায়ণগঞ্জের ফতুল্লার পোশাক কারখানার শ্রমিকেরা। আজ সোমবার বিকেলে সেনাবাহিনীর কর্মকর্তারা উপস্থিত হয়ে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিলে সড়ক ছেড়ে দেন তাঁরা।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা–পাগলা–মুন্সিগঞ্জ সড়ক অবরোধ করে রাখেন শ্রমিকেরা। বিসিক শিল্পনগরী এলাকায় অবস্থান নিয়ে বেশ কিছু কারখানাতে ভাঙচুর চালান। এ সময় বন্ধ হয়ে যায় পুরো বিসিক এলাকা। বিপুলসংখ্যক পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী উপস্থিত হয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন।

শ্রমিকেরা বলেন, ‘অবন্তি কালার টেক্স এবং একই গ্রুপের ক্রোনী গার্মেন্টসে প্রায় ৯ হাজার শ্রমিক কর্মরত ছিল। প্রায় কয়েক মাসের বেতন পরিশোধ না করে কারখানা দুটি লে অফ ঘোষণা করে। দফায় দফায় আন্দোলন ও বৈঠক অনুষ্ঠিত হলেও মালিকপক্ষ বেতন পরিশোধ করেনি। বাধ্য হয়েই আজকে সড়ক অবরোধ করেছি আমরা।’

সেনাবাহিনীর মেজর আশরাফ বলেন, ‘মালিকপক্ষ বেতন পরিশোধ না করে আত্মগোপনে রয়েছে। আপনাদের বেতন পরিশোধে এই দুটি প্রতিষ্ঠান নিলামে তুলে বিক্রি করে বেতন পরিশোধ করা হবে।’

নারায়ণগঞ্জ শিল্প পুলিশের পরিদর্শক সেলিম বাদশা বলেন, ‘ক্রোনী ও অবন্তি কারখানার মালিকপক্ষ শ্রমিকদের বেতন পরিশোধ করেনি। এ নিয়ে শ্রমিকদের অসন্তোষ দীর্ঘদিনের। আমরা সমাধানের উদ্যোগ নিয়েছি।’

নারায়ণগঞ্জে কারাবন্দী আ.লীগ নেতার মৃত্যু

অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করায় অর্ধলাখ টাকা জরিমানা

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা

নারায়ণগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ—ককটেল বিস্ফোরণ, আটক ৮

নারায়ণগঞ্জের আড়াইহাজারে যৌথ বাহিনীর অভিযান, বিপুল অস্ত্রসহ আটক ৫

শেখ হাসিনার রেখে যাওয়া বিচারব্যবস্থার উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি: রফিউর রাব্বি

মাদক কারবারি ফাইটার মনির পুলিশের জালে, দেশীয় অস্ত্র উদ্ধার

ছাত্র আন্দোলনের মামলায় যুব মহিলা লীগ নেত্রীসহ ২ জন গ্রেপ্তার

মাহফিল থেকে ফেরার পথে ইসলামি বক্তার গাড়িতে ডাকাতি, আহত ২

নির্বাচনের জন্য ডোনেশন চেয়ে এনসিপি প্রার্থীর পোস্ট