হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

আড়াইহাজারে ফ্ল্যাটে বিস্ফোরণে আরও একজনের মৃত্যু

ঢামেক প্রতিবেদক

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাঝরাতে একটি ভবনের ফ্ল্যাটে বিস্ফোরণের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সোহান তালুকদার (৪০)। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়াল। 

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। সোহানের শরীরের প্রায় শতভাগ দগ্ধ হয়েছিল। 
 
এ ঘটনায় শরীরের ৯০ শতাংশ দগ্ধ নিয়ে শনিবার সকালে মারা যান কানিজ খাদিজা নিপা (৩৯) এবং দুপুরে মারা যান সোহানের স্ত্রী চায়না আক্তার (৩৫)। এ ছাড়া বর্তমানে ৫৫ শতাংশ দগ্ধ নিয়ে ভর্তি আছেন মৃত নিপার মা হাসিনা মমতাজ। তাঁর অবস্থাও আশঙ্কাজনক। 

গত শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে দুর্ঘটনাটি ঘটে। দগ্ধ অবস্থায় তাদের বার্ন ইনস্টিটিউটে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় সকাল সোয়া ৭টার দিকে মারা যান নিপা। পরে দুপুরে মৃত্যু হয় চায়না আক্তারের। 

মৃত নিপার বোন ইভা ইসলাম জানান, তাদের বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজার গোপালদি এলাকায়। বাবার নাম মো. কেসোয়ার মোল্লা। আড়াইহাজারের ওই বাসায় ভাড়া থাকতেন তাঁরা এবং স্থানীয় একটি গার্মেন্টসে চাকরি করতেন। তাঁর মা হাসিনা মমতাজ গতকাল সন্ধ্যায় নিপার বাসায় বেড়াতে আসেন। 

দগ্ধ সোহানের ভাগনে ফাহিম মোল্লা জানান, তাঁদের বাড়ি টাঙ্গাইল জেলার গোপালপুর থানার শাখারিয়া গ্রামে। নারায়ণগঞ্জের আড়াইহাজার দীঘিরপাড়ে একটি বাড়ির চতুর্থ তলায় ভাড়া থাকেন সোহান ও তার স্ত্রী চায়না। রাতে তিনি খবর পান, ওই বাসায় বিস্ফোরণে আগুন লেগেছে। তখন তিনি ওই বাসা থেকে তাঁদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল নিয়ে যান। সেখান থেকে সকালে তাঁদের শেখ হাসিনা ইনস্টিটিউটে নিয়ে আসেন। 

ফাহিম আরও জানান, সোহান স্থানীয় ফকির গার্মেন্টসে চাকরি করতেন। তাঁর স্ত্রী গৃহিণী। রাতে আগুনে তাঁরা চারজনই দগ্ধ হয়েছেন। তাঁদের ধারণা, গ্যাসলাইন বিস্ফোরণ থেকে এই আগুনের ঘটনা ঘটেছে।

৩ দিন পর সিদ্ধান্ত পাল্টে নির্বাচনে থাকার ঘোষণা বিএনপি প্রার্থী মাসুদের

গার্মেন্টস বন্ধের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ৪ কিলোমিটার যানজট

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহসভাপতি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির প্রার্থী মাসুদের ভোট না করার ঘোষণায় ক্ষুব্ধ দল

নারায়ণগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টার গাড়ি আটকে ছাত্রসংগঠনের বিক্ষোভ

নির্বাচন কে করবে আর করবে না—সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার: স্বরাষ্ট্র উপদেষ্টা

সেলিম ওসমানকে গ্রেপ্তারে অভিযান চালিয়েছে পুলিশ

সোনারগাঁয়ে অনুমতি ছাড়াই বসানো হয়েছে মেলা, অবৈধ কর্মকাণ্ডের অভিযোগ

বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ডুবে গেছে বাল্কহেড

নারায়ণগঞ্জে এনসিপির ৩ কর্মীকে ছুরিকাঘাত