হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

ফতুল্লায় গণপিটুনিতে মৃত্যুর ঘটনায় মামলা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে গণপিটুনিতে আলমগীর হোসেন (৩২) নামে এক যুবক নিহতের মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার সকালে বক্তাবলী এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-মহসিন ও তোফাজ্জল ম্যানেজার। 

এর আগে মঙ্গলবার রাতে নিহত আলমগীর হোসেনের স্ত্রী মিনু আক্তার (৩২) বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় বক্তাবলী ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য ওমর ফারুকসহ ১৮ জনের নাম উল্লেখ্য এবং অজ্ঞাত ১০ / ১৫ জনকে আসামি করা হয়েছে। 

মামলায় নামীয় আসামিরা হচ্ছেন— কাউছার (৩৫), ইউপি সদস্য ওমর ফারুক (৪৫), হাজী আব্দুল আলী (৬০), তোফাজ্জল ম্যানেজার (৪৮), শরিফ (৪৫), শাহিন (৪৬), পাভেল (১৮), ইমান (৩২), মজিবুর (৩৫), স্বপন (৩৮), জাহেদ আলী (৪২), আনোয়ার (৩৫), মতিন (৩২), মহসিন (৩০), জিহাদ (২৮), সিদ্দিক (৪৫), সজিব (৩০) ও হিমেল (২৬)। 

মামলায় উল্লেখ্য করা হয়, নিহত আলমগীরের সঙ্গে ইউপি সদস্য ওমর ফারুকের পূর্ব শত্রুতা ছিল। এর জের ধরে গত সোমবার বেলা সাড়ে এগারোটায় অভিযুক্তরা আলমগীরকে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আলমগীরকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে লালমাটিয়ায় একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার বিকেলে আলমগীর মারা যায়। 

তবে স্থানীয়রা জানায়, ইউপি সদস্য ওমর ফারুকের সঙ্গে আলমগীরের পূর্ব বিরোধ ছিল। সেই বিরোধের জের ধরে গত সোমবার সকালে ওমর ফারুককে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে আলমগীর। খবর পেয়ে আলমগীরের সমর্থক ও স্থানীয়রা তাঁকে গণধোলাই দেয়। আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করলে পরদিন সে মারা যায়। আহত ইউপি সদস্য বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মামলার বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক সুকান্ত দত্ত বলেন, মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

ড্রামের ভেতর থেকে উদ্ধার যুবকের মরদেহ

ভাড়া বাড়ি থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

সোনারগাঁয়ে ৭ ডাকাত আটক, গণপিটুনি

নারায়ণগঞ্জে চুরিতে বাধা পেয়ে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা, গণপিটুনিতে নিহত অভিযুক্ত

এনসিপি প্রার্থী আল আমিনের ওপর হামলার চেষ্টা, প্রধান অভিযুক্তসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে এনসিপি প্রার্থীকে হামলাচেষ্টা, আহত ২

ছাত্রলীগ নেতাকে নিয়ে আইনজীবী-ছাত্রদল নেতার ধাক্কাধাক্কি, ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জে কারাবন্দী আ.লীগ নেতার মৃত্যু

অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করায় অর্ধলাখ টাকা জরিমানা

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা