হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবির ঘটনায় মামলা, নিখোঁজ ১ 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে বেপরোয়া বাল্কহেডের ধাক্কায় দুটি নৌকাডুবির ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় আটককৃত বাল্কহেডের ৪ স্টাফকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করেছে পুলিশ। 

আজ রোববার সকালে ক্ষতিগ্রস্ত নৌকার মাঝি খোকন বাদী হয়ে এই মামলা দায়ের করেন। এর আগে গতকাল শনিবার রাতেই তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সদর নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মনিরুজ্জামান। 

এদিকে, নৌকা ডুবির ঘটনায় রাহিমা আক্তার (১৭) নামে এক কিশোরী নিখোঁজ থাকার দাবি করেছে তার পরিবার। শনিবার রাত ৯টায় থানায় এসে নিখোঁজের দাবি জানানো হয়। পরিবারের দাবি, রাহিমা তার ভাইকে ডাক্তার দেখানোর জন্য বিকেলে বন্দর থেকে নারায়ণগঞ্জের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বাল্কহেডের ধাক্কায় তাদের নৌকা ডুবে যায়। তার দুই ভাই সাঁতরে নৌকায় উঠতে পারলেও রাহিমার সন্ধান পায়নি কেউ। 

রাত পর্যন্ত বোনের কোনো খবর না পাওয়ায় থানায় বিষয়টি অবগত করে রাহিমার ভাই। বিষয়টি জানতে পেরে রোববার সকাল থেকে অভিযান তৎপরতা শুরু করে বিআইডব্লিউটিএ এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শীতলক্ষ্যা নদীর সম্ভাব্য স্থানে অভিযান চালিয়েও কাউকে উদ্ধার করতে পারেনি তারা। পরে সন্ধ্যায় অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়। 

এ বিষয়ে নৌ পুলিশ পরিদর্শক মনিরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, দিনব্যাপী অভিযান চালিয়েও কাউকে পাওয়া যায়নি। রাতের ভেতর যদি তার সন্ধান না পাওয়া যায় তাহলে আগামীকাল আবারও অভিযান চলতে পারে। 

ড্রামের ভেতর থেকে উদ্ধার যুবকের মরদেহ

ভাড়া বাড়ি থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

সোনারগাঁয়ে ৭ ডাকাত আটক, গণপিটুনি

নারায়ণগঞ্জে চুরিতে বাধা পেয়ে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা, গণপিটুনিতে নিহত অভিযুক্ত

এনসিপি প্রার্থী আল আমিনের ওপর হামলার চেষ্টা, প্রধান অভিযুক্তসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে এনসিপি প্রার্থীকে হামলাচেষ্টা, আহত ২

ছাত্রলীগ নেতাকে নিয়ে আইনজীবী-ছাত্রদল নেতার ধাক্কাধাক্কি, ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জে কারাবন্দী আ.লীগ নেতার মৃত্যু

অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করায় অর্ধলাখ টাকা জরিমানা

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা