হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

পাঁচ হাজার ইয়াবাসহ কৃষি কর্মকর্তা গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ৫ হাজার ইয়াবাসহ এক কৃষি কর্মকর্তা ও তাঁর স্বামী এবং গাড়িচালককে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার ফতেপুর ইউনিয়নের দক্ষিণপাড়া মার্কাজ মসজিদসংলগ্ন এলাকায় একটি প্রাইভেট কারের মাধ্যমে ইয়াবা পাচারকালে পুলিশ তাঁদের আটক করে। আটক ব্যক্তিরা হলেন উপজেলার গোপালদী ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা আকলিমা আক্তার (৪২), তাঁর স্বামী দক্ষিণপাড়া এলাকার মোতাহার হোসেন সেলিম (৪৫) ও প্রাইভেট কারের চালক একই এলাকার আজিজুল হক (৩০)।

বিষয়টি নিশ্চিত করে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল হক হাওলাদার বলেন, ‘গোপন সংবাদ ছিল একটি প্রাইভেট কারে মাদক পাচার হচ্ছে। পরে আমাদের টিম সেখানে অভিযান চালায়। এ সময় প্রাইভেট কারে ৫ হাজার ইয়াবা পাওয়া গেছে। আমরা সেখান থেকে তিনজনকে গ্রেপ্তার করেছি।’ 

এ নিয়ে উপসহকারী কৃষি কর্মকর্তা আকলিমা আক্তার বলেন, ‘আমি আমার বান্ধবীদের নিয়ে ঢাকায় গিয়েছিলাম। ফেরার পথে আমার স্বামী সেলিম ফোন করে জানান, তিনি যাত্রাবাড়ীতে আছেন, যেন তাঁকে নিয়ে যাই। তবে তাঁর সঙ্গে কী ছিল তা আমার জানা নেই। গত এক বছর ধরে তাঁর সঙ্গে আমার যোগাযোগ ছিল না। সম্প্রতি তিনি ভালো হয়ে গেছেন জানালে আমি তাঁর সঙ্গে সংসার শুরু করি। আমি নির্দোষ।’

৩ দিন পর সিদ্ধান্ত পাল্টে নির্বাচনে থাকার ঘোষণা বিএনপি প্রার্থী মাসুদের

গার্মেন্টস বন্ধের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ৪ কিলোমিটার যানজট

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহসভাপতি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির প্রার্থী মাসুদের ভোট না করার ঘোষণায় ক্ষুব্ধ দল

নারায়ণগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টার গাড়ি আটকে ছাত্রসংগঠনের বিক্ষোভ

নির্বাচন কে করবে আর করবে না—সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার: স্বরাষ্ট্র উপদেষ্টা

সেলিম ওসমানকে গ্রেপ্তারে অভিযান চালিয়েছে পুলিশ

সোনারগাঁয়ে অনুমতি ছাড়াই বসানো হয়েছে মেলা, অবৈধ কর্মকাণ্ডের অভিযোগ

বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ডুবে গেছে বাল্কহেড

নারায়ণগঞ্জে এনসিপির ৩ কর্মীকে ছুরিকাঘাত