হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের বন্দরে অটোস্ট্যান্ড নিয়ে সংঘর্ষ, বৃদ্ধ নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের বন্দরে অটোস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে কুদ্দুস মিয়া (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার (২১ জুন) রাতে বন্দর উপজেলার হাফেজিয়াবাগ এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে হান্নান সরকারের বাড়িতে হামলা চালিয়েছে।

স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির বহিষ্কৃত নেতা ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক কাউন্সিলর হান্নান সরকারের অনুসারীরা ২০ জুন বিকেলে সংঘর্ষে জড়িয়ে পড়েছিল। তারই জের ধরে ২১ জুন রাতে আবার সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে আব্দুল কুদ্দুসকে (৬০) কুপিয়ে গুরুতর জখম করা হয়।

পরে তাঁকে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর থেকে বিএনপির বহিষ্কৃত নেতা হান্নান সরকারসহ তাঁর অনুসারীরা পলাতক রয়েছেন।

এ বিষয়ে হান্নান সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

এদিকে আব্দুল কুদ্দুসের মৃত্যুর পর তাঁর লাশ নিয়ে নিহতের পরিবারসহ স্থানীয় এলাকাবাসী বিক্ষোভ মিছিল করেছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিপুলসংখ্যক সেনাবাহিনী, পুলিশ ও ডিবি পুলিশ মোতায়েন করা হয়েছে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানিয়েছেন, দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় একজন মারা গেছেন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। সংঘর্ষের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নারায়ণগঞ্জে এনসিপি প্রার্থীকে হামলাচেষ্টা, আহত ২

ছাত্রলীগ নেতাকে নিয়ে আইনজীবী-ছাত্রদল নেতার ধাক্কাধাক্কি, ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জে কারাবন্দী আ.লীগ নেতার মৃত্যু

অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করায় অর্ধলাখ টাকা জরিমানা

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা

নারায়ণগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ—ককটেল বিস্ফোরণ, আটক ৮

নারায়ণগঞ্জের আড়াইহাজারে যৌথ বাহিনীর অভিযান, বিপুল অস্ত্রসহ আটক ৫

শেখ হাসিনার রেখে যাওয়া বিচারব্যবস্থার উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি: রফিউর রাব্বি

মাদক কারবারি ফাইটার মনির পুলিশের জালে, দেশীয় অস্ত্র উদ্ধার

ছাত্র আন্দোলনের মামলায় যুব মহিলা লীগ নেত্রীসহ ২ জন গ্রেপ্তার