হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

মোটরসাইকেল কিনে না দেওয়ায় বাবাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মোটরসাইকেল কিনে না দেওয়ায় এক যুবক তাঁর বাবাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

আজ শুক্রবার সকালে বিশনন্দী ইউনিয়নের পূর্বপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. মাহবুব (৫২)। তিনি পেশায় একজন কৃষক ছিলেন। ঘটনার পর থেকে তাঁর ছেলে মো. ইয়াসিন (২২ ) পলাতক রয়েছেন।

পরিবারের সদস্যদের বরাতে পুলিশ জানায়, ইয়াসিন সকালে তাঁর বাবা মাহবুবের কাছে মোটরসাইকেল কেনার টাকা দাবি করেন। মাহবুব টাকা দিতে পারবেন না বলে জানালে দুজনের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে ইয়াসিন ক্ষিপ্ত হয়ে হাতুড়ি দিয়ে বাবা মাহবুবকে এলোপাতাড়ি আঘাত করেন। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অভিযুক্ত ইয়াসিন মাদকাসক্ত বলে দাবি স্বজনদের।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। প্রাথমিক তদন্তে জানা গেছে, ছেলেকে মোটরসাইকেল কেনার টাকা না দেওয়ায় এই হত্যাকাণ্ড ঘটে। অভিযুক্ত ছেলে পলাতক রয়েছেন। তাঁকে আটকের চেষ্টা চলছে।

জামিনে বেরিয়ে হত্যা মামলার বাদীর ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ

হাদির হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

অন্ধকারকে দোষারোপ নয়, মোমবাতি হয়ে উঠতে হবে

শীতলক্ষ্যা তৃতীয় সেতুর নতুন নাম ‘শহীদ ওসমান হাদি’

ঘন কুয়াশায় নোঙর করে রাখা বাল্কহেডে লঞ্চের ধাক্কা, ১১ ঘণ্টা পর দুই লাশ উদ্ধার

ঘন কুয়াশায় নোঙর করে রাখা বাল্কহেডে লঞ্চের ধাক্কা, নিখোঁজ ২

নারায়ণগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার পর শ্বাসরোধে হত্যা, গ্রেপ্তার আসামির জবানবন্দি

অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ২

যুবশক্তির তিন নেতাকে হত্যার হুমকি, সোনারগাঁ থানায় জিডি

নিখোঁজের ১৮ ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার