নারায়ণগঞ্জ শহরের টানবাজার এলাকাসংলগ্ন শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের পরনে কালো গেঞ্জি ও ট্রাউজার ছিল। বয়স ২৭ থেকে ২৮ বছর হবে বলে ধারণা পুলিশের।
আজ বুধবার বিকেলে নদীতে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে সন্ধ্যায় টানবাজার স্কুল গুদারাঘাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ সদর নৌথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, ‘নিহতের পরনে কালো গেঞ্জি ও ট্রাউজার ছিল। তার গায়ে কোনো আঘাতের চিহ্ন পাইনি। ধারণা করা হচ্ছে দু-একদিন আগে সে মারা গেছে।’
তিনি আরও বলেন, ‘তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আমরা লাশটি নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছি।’