হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

রূপগঞ্জে সাংবাদিক রিয়াজের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাংবাদিক রিয়াজ হোসেনের ওপর হামলার প্রতিবাদে ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৭১ টিভির সাংবাদিক রিয়াজ হোসেনের ওপর হামলার প্রতিবাদে এবং আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে সংবাদকর্মীরা এই কর্মসূচি পালন করেন।

নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়ন, আড়াইহাজার থানা প্রেসক্লাব, আড়াইহাজার রিপোর্টার্স ক্লাব ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রূপগঞ্জের সংগঠকেরা কর্মসূচিতে একাত্মতা জানিয়ে অংশ নেন। পরে ইউএনও এসে দ্রুত আসামি গ্রেপ্তারের আশ্বাস দেন।

মানববন্ধনে সাংবাদিক নেতারা বলেন, ‘চিহ্নিত সন্ত্রাসী ফারুক মোল্লা, বাঁধন মোল্লা, ইমন মোল্লা, ফাহিম মোল্লা, সুমন মোল্লা, কাজলসহ জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে স্বাধীন সাংবাদিকতা হুমকির মুখে পড়বে। রিয়াজ হোসেনের ওপর ন্যক্কারজনক হামলা প্রমাণ করে, তারা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে অপরাধীরা বাধা সৃষ্টি করতে চায়। আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় না আনা হয়, তাহলে সাংবাদিকেরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।’

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী আজকের পত্রিকাকে বলেন, ‘সাংবাদিক রিয়াজের ওপর হামলার ঘটনায় এখনো কোনো আসামিকে গ্রেপ্তার করা যায়নি। তবে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আমরা চেষ্টা করছি, দ্রুত সময়ে যেন তাদের আইনের আওতায় নিয়ে আসা যায়।’

এর আগে ৭ মে রাত সাড়ে ৯টার দিকে পূর্ববিরোধের জের ধরে রূপগঞ্জের সমু মার্কেট এলাকায় সাংবাদিক রিয়াজের ওপর হামলা হয়। এ সময় রিয়াজের মাথায়, ঘাড়ে ও পিঠে ইট দিয়ে আঘাত করে গুরুতর জখম করেন অভিযুক্তরা। পরে স্থানীয় লোকজন তাঁকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় রিয়াজ হোসেনের ছোট ভাই বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন।

অন্ধকারকে দোষারোপ নয়, মোমবাতি হয়ে উঠতে হবে

শীতলক্ষ্যা তৃতীয় সেতুর নতুন নাম ‘শহীদ ওসমান হাদি’

ঘন কুয়াশায় নোঙর করে রাখা বাল্কহেডে লঞ্চের ধাক্কা, ১১ ঘণ্টা পর দুই লাশ উদ্ধার

ঘন কুয়াশায় নোঙর করে রাখা বাল্কহেডে লঞ্চের ধাক্কা, নিখোঁজ ২

নারায়ণগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার পর শ্বাসরোধে হত্যা, গ্রেপ্তার আসামির জবানবন্দি

অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ২

যুবশক্তির তিন নেতাকে হত্যার হুমকি, সোনারগাঁ থানায় জিডি

নিখোঁজের ১৮ ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

ধলেশ্বরী নদীতে ফেরি থেকে ট্রাকসহ ৫ যান নদীতে, নিহত ৩

চলন্ত ফেরি থেকে মাঝনদীতে পড়ল ট্রাকসহ ৫ যান