হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

মেয়েকে বাঁচাতে গিয়ে বখাটেদের হামলায় আহত বাবা-মা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় বখাটেদের কবল থেকে কিশোরী মেয়েকে (১৭) বাঁচাতে গিয়ে হামলার শিকার হয়েছেন তার বাবা-মা। গতকাল বুধবার রাতে সাড়ে ১০টায় ফতুল্লা থানার পাগলা নন্দলালপুর এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় থানায় মামলা দায়েরের পর তিন বখাটেকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গ্রেপ্তারকৃতরা হচ্ছে-পাগলা নন্দলালপুর এলাকার কামালের ছেলে রাব্বি (১৭), একই এলাকার হারুনের ছেলে কাউছার (১৪) এবং নয়ামাটি এলাকার হানিফের ছেলে শামিম (১৬)। 

মামলায় কিশোরীর বাবা বাদী হয়ে উল্লেখ করেন, তাঁর মেয়ে ১৫ দিন আগে স্থানীয় একটি মিলে হেলপার হিসেবে যোগদান করে। যাতায়াতের পথে বখাটেরা তাঁর মেয়েকে উত্ত্যক্ত ও অশালীন মন্তব্য করত। গতকাল বুধবার রাত সাড়ে দশটার দিকে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে বখাটে রাব্বি, কাউছার, শামিম ও সজল তাঁর মেয়ের পথরোধ করে অশালীন প্রস্তাব দেয়। এর প্রতিবাদ করলে বখাটেরা তার শ্লীলতাহানি করে। মেয়ের ডাক-চিৎকার করলে বাদী ও তার স্ত্রী এগিয়ে আসলে তাদেরও মারধর করে বখাটেরা। পরে স্থানীয়রা এগিয়ে আসলে পালিয়ে যায় তারা। 

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা থানার উপপরিদর্শক বোরহান বলেন, ঘটনার পর মামলা দায়ের করা হলে আমরা অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছি। এই মামলায় আরও একজন পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নারায়ণগঞ্জে কারাবন্দী আ.লীগ নেতার মৃত্যু

অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করায় অর্ধলাখ টাকা জরিমানা

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা

নারায়ণগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ—ককটেল বিস্ফোরণ, আটক ৮

নারায়ণগঞ্জের আড়াইহাজারে যৌথ বাহিনীর অভিযান, বিপুল অস্ত্রসহ আটক ৫

শেখ হাসিনার রেখে যাওয়া বিচারব্যবস্থার উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি: রফিউর রাব্বি

মাদক কারবারি ফাইটার মনির পুলিশের জালে, দেশীয় অস্ত্র উদ্ধার

ছাত্র আন্দোলনের মামলায় যুব মহিলা লীগ নেত্রীসহ ২ জন গ্রেপ্তার

মাহফিল থেকে ফেরার পথে ইসলামি বক্তার গাড়িতে ডাকাতি, আহত ২

নির্বাচনের জন্য ডোনেশন চেয়ে এনসিপি প্রার্থীর পোস্ট