নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে খেয়া পারাপারের সময় বালুবাহী বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী ট্রলার থেকে পড়ে সুমন শেখ নামের এক নিরাপত্তা প্রহরী নিখোঁজ হয়েছেন। আজ বুধবার বিকেলে সেন্ট্রাল খেয়াঘাট থেকে ছেড়ে আসা একটি ট্রলার থেকে নদীতে পড়ে যান তিনি।
নিখোঁজ সুমন শেখ বন্দরের শাহী মসজিদ পল্লী বিদ্যুৎ খালপাড় এলাকার বাসিন্দা। তিনি বন্দরের একটি চীনা কোম্পানিতে নিরাপত্তা প্রহরী হিসেবে কাজ করতেন।
বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ নৌথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘বালুবাহী বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী ট্রলার থেকে নদীতে পড়ে যান সুমন শেখ। এর পর থেকেই তিনি নিখোঁজ। খবর পেয়ে সুমনের স্বজনেরা ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁর সন্ধানে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালাচ্ছে। তবে সন্ধ্যা ৭টা পর্যন্ত তাঁর কোনো হদিস মেলেনি।’