হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

আমি তাঁকে গডফাদার বলিনি, এটা তাঁর বিগত ত্রিশ বছরের উপাধি: শামীম ওসমান সম্পর্কে আইভী

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘আমি তাকে (শামীম ওসমানকে) এটা (গডফাদার) বলিনি, এটা তাঁর বিগত ত্রিশ বছরের উপাধি। সারা বাংলাদেশ তাকে জানে। আওয়ামী লীগে জনপ্রিয়দের যেমন স্থান আছে, বিতর্কিতদেরও স্থান আছে। বিশাল দলের মধ্যে সবাই থাকে। এখানে যে টিকে থাকার টিকে থাকবে যে চলে যাওয়ার চলে যাবে।’ 

আজ রোববার নারায়ণগঞ্জ বন্দরের ২২ নম্বর ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগকালে গণমাধ্যমে দেওয়া বক্তব্যে এই কথা বলেন তিনি।

আইভী বলেন, ‘তিনি (শামীম ওসমান) আমার দলের লোক। তিনি সমর্থন দিলে দিবে, না দিলে না দিবে। সে আমাকে অপছন্দ করতেই পারে। এটা কোন ব্যাপার না। আমি আমার বড় ভাইকে সম্মান রাখার চেষ্টা বহুবার করেছি। আমার কিছু করার নেই, জনগণের রায়ই রায়। তারা ষড়যন্ত্র করবে আর তা ধ্বংস করে দেবে জনগণ।’

সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘আমি জনগণের জন্য কাজ করেছি। ভোটের মাঠ আমার দখলে। সারা নারায়ণগঞ্জের ভোটাররা আমার কথা বলে। আমার বিরুদ্ধে অনেক অপপ্রচার চালানো হয়েছে, ধর্মীয় উসকানি দেওয়া হয়েছে। কিন্তু কোনোটাতেই কাজ হবে না। মানুষ কোন অপপ্রচারে কান দেবে না। আমি যখন একটা রাস্তা করি তখন হিসাব করিনা আওয়ামী লীগ যাবে না বিএনপি যাবে। আমি দলমতের ঊর্ধ্বে উঠে কাজ করেছি ভবিষ্যতেও করব।’

মেয়র হিসেবে কাজের অগ্রগতি উল্লেখ করে বলেন, ‘আমাদের একটা কাজ বাকি আছে, সেটা হল কদম রসূল ব্রিজ। এই প্রজেক্টটিও পাস হয়েছে কিন্তু করোনার কারণে পিছিয়ে গেছে। আগামী তিন থেকে চার মাসের মধ্যে প্রধানমন্ত্রী এই সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।’

ড্রামের ভেতর থেকে উদ্ধার যুবকের মরদেহ

ভাড়া বাড়ি থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

সোনারগাঁয়ে ৭ ডাকাত আটক, গণপিটুনি

নারায়ণগঞ্জে চুরিতে বাধা পেয়ে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা, গণপিটুনিতে নিহত অভিযুক্ত

এনসিপি প্রার্থী আল আমিনের ওপর হামলার চেষ্টা, প্রধান অভিযুক্তসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে এনসিপি প্রার্থীকে হামলাচেষ্টা, আহত ২

ছাত্রলীগ নেতাকে নিয়ে আইনজীবী-ছাত্রদল নেতার ধাক্কাধাক্কি, ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জে কারাবন্দী আ.লীগ নেতার মৃত্যু

অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করায় অর্ধলাখ টাকা জরিমানা

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা