হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

প্রতীক বরাদ্দের সময় মারামারি, ২ মেয়র প্রার্থীকে ইসির শোকজ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চন পৌরসভা নির্বাচনের প্রতীক বরাদ্দের সময় রিটার্নিং কর্মকর্তা ও পুলিশের সামনেই দুই মেয়র প্রার্থীর মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ সময় ভাঙচুর চালানো হয় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষের দরজা, জানালা ও চেয়ার।

আজ সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই মারামারির ঘটনা ঘটে। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় উভয় মেয়র প্রার্থীকে শোকজ করেছেন রিটার্নিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা ইস্তাফিজুল হক আকন্দ।

সম্মেলন কক্ষেই অবস্থান করছিলেন রিটার্নিং কর্মকর্তা কাজী ইস্তাফিজুল হক আকন্দ, উপজেলা নির্বাচন অফিসার তাজাল্লি ইসলাম, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা।

প্রতীক বরাদ্দের আগে সম্মেলন কক্ষে প্রবেশ করে সামনের আসনের চেয়ারে বসা নিয়ে তর্ক শুরু হয় মেয়র প্রার্থী আবুল বাশার বাদশা ও রফিকুল ইসলামের মধ্যে। একপর্যায়ে হাতাহাতি শুরু হয়, তাঁদের অনুসারীরাও বাগ্‌বিতণ্ডায় জড়ায়।

এক পক্ষ অপর পক্ষের দিকে চেয়ার ছুড়ে মারে ও মারামারিতে জড়িয়ে যায়। উভয় পক্ষের লোকজন সম্মেলন কক্ষের দরজা, জানালার কাঁচ ও চেয়ার ভাঙচুর করে। প্রজেক্টরও ভেঙে ফেলা হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মেয়র প্রার্থী রফিকুল ইসলাম বলেন, ‘নিজেদের পরাজয় নিশ্চিত জেনে বহিরাগতদের এনে আমার ও আমার সমর্থকদের ওপর হামলা চালানো হয়েছে। আমি চেয়ারে আগে বসেছিলাম, কিন্তু আমাকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করেছে বাদশার লোকজন।’

অন্যদিকে আবুল বাশার বাদশা বলেন, ‘চেয়ারে বসা নিয়ে কর্মীদের সঙ্গে তর্ক বিতর্ক শুরু হয়। তাঁরা কাউকে বসতে দিচ্ছিল না। গাঁয়ের জোড় দেখিয়ে হাতাহাতি শুরু করে। নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখার জন্য নির্বাচন কর্মকর্তাদের কাছে অনুরোধ জানাচ্ছি।’

এই বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ইস্তাফিজুল হক আকন্দ বলেন, ‘অনাকাঙ্ক্ষিতভাবে একটি ঘটনা ঘটে গেছে। এ জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। উভয় মেয়র প্রার্থীকে শোকজ করা হয়েছে। কেন তাঁদের বিরুদ্ধে নির্বাচনী আচরণ ভঙ্গের দায়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে না তা ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।’

ড্রামের ভেতর থেকে উদ্ধার যুবকের মরদেহ

ভাড়া বাড়ি থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

সোনারগাঁয়ে ৭ ডাকাত আটক, গণপিটুনি

নারায়ণগঞ্জে চুরিতে বাধা পেয়ে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা, গণপিটুনিতে নিহত অভিযুক্ত

এনসিপি প্রার্থী আল আমিনের ওপর হামলার চেষ্টা, প্রধান অভিযুক্তসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে এনসিপি প্রার্থীকে হামলাচেষ্টা, আহত ২

ছাত্রলীগ নেতাকে নিয়ে আইনজীবী-ছাত্রদল নেতার ধাক্কাধাক্কি, ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জে কারাবন্দী আ.লীগ নেতার মৃত্যু

অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করায় অর্ধলাখ টাকা জরিমানা

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা