হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

মহাসমাবেশে অসুস্থ হয়ে নারায়ণগঞ্জের বিএনপি নেতার মৃত্যু

ঢামেক প্রতিবেদক

বিএনপির মহাসমাবেশে যোগ দিতে এসে অসুস্থ হয়ে মারা গেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহমুদুর রহমান (৬২)।

আজ শুক্রবার বেলা পৌনে ১টার দিকে রাজধানীর দৈনিক বাংলা মোড় থেকে অচেতন অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসক বেলা সোয়া ১টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে মাহমুদুর রহমানের বড় ভাই নারায়ণগঞ্জ সদর থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মাসুদ রানা জানান, তিনি আওয়ামী লীগের রাজনীতি করলেও তাঁর ছোট ভাই মাহমুদুর রহমান বিএনপির রাজনীতি করতেন। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছিল মাহমুদুর। সকালে নারায়ণগঞ্জ থেকে কর্মী-সমর্থক নিয়ে তিনি ঢাকায় আসেন।

এরপর মিছিল নিয়ে পল্টন যাওয়ার সময় দৈনিক বাংলা মোড়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তখন তাঁর সঙ্গে থাকা দলের নেতা-কর্মীরা তাঁকে হাসপাতালে নিয়ে এলে তাঁর মৃত্যু হয়। পরে খবর পেয়ে হাসপাতালে গিয়ে মাহমুদুরের লাশ দেখতে পান।

মাসুদ রানা জানান, আগে থেকেই মাহমুদুর রহমানের হার্টের সমস্যা ছিল। তিন ছেলের জনক তিনি। রাজনীতির পাশাপাশি ঠিকাদারি ব্যবসা করতেন। থাকতেন নারায়ণগঞ্জের খানপুর রোডে।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, দৈনিক বাংলা মোড় থেকে ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহটি মর্গে রাখা হয়েছে।

নারায়ণগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ—ককটেল বিস্ফোরণ, আটক ৮

নারায়ণগঞ্জের আড়াইহাজারে যৌথ বাহিনীর অভিযান, বিপুল অস্ত্রসহ আটক ৫

শেখ হাসিনার রেখে যাওয়া বিচারব্যবস্থার উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি: রফিউর রাব্বি

মাদক কারবারি ফাইটার মনির পুলিশের জালে, দেশীয় অস্ত্র উদ্ধার

ছাত্র আন্দোলনের মামলায় যুব মহিলা লীগ নেত্রীসহ ২ জন গ্রেপ্তার

মাহফিল থেকে ফেরার পথে ইসলামি বক্তার গাড়িতে ডাকাতি, আহত ২

নির্বাচনের জন্য ডোনেশন চেয়ে এনসিপি প্রার্থীর পোস্ট

সোনারগাঁয়ে মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষ, আহত ১০

‘ভুলবশত’ দলে ফেরা ইউপি চেয়ারম্যানের বহিষ্কারাদেশ বহাল

নারায়ণগঞ্জের ফতুল্লায় তরুণকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা