হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

রূপগঞ্জে ছাত্রদল-যুবদল সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ১০

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীদের সংঘর্ষ ও গোলাগুলি হয়েছে। এ সময় গুলিবিদ্ধসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।

গতকাল সোমবার রাত পৌনে ১২টার দিকে উপজেলার গোলাকান্দাইল নতুন বাজার এলাকায় এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ যুবকের নাম সুমন মিয়া। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানা গেছে, পোশাক কারখানা, জমির ব্যবসাসহ বিভিন্ন খাতে আধিপত্য নিয়ন্ত্রণকে কেন্দ্র করে গোলাকান্দাইল ইউনিয়ন যুবদল নেতা আরিফ মিয়ার সঙ্গে ছাত্রদল নেতা রকি মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এরই জেরে গতকাল রাতে আরিফের সঙ্গে রকির বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে উভয়ের অনুসারীরা লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় উভয় পক্ষ থেকে গুলিবর্ষণের ঘটনা ঘটে।

সংঘর্ষে উভয় পক্ষের গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহত ব্যক্তিদের মধ্যে ছয়জনের নাম জানা গেছে। তাঁরা হলেন সাইফুল ইসলাম, সুমন মিয়া, আরিফ, পিয়াল, ইমন ও সিফাত। তাঁদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়।

এ বিষয়ে নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম আজকের পত্রিকাকে বলেন, গতকাল রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি শান্ত করা হয়। এই ঘটনায় যাঁরা জড়িত, তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নারায়ণগঞ্জে এনসিপি প্রার্থীকে হামলাচেষ্টা, আহত ২

ছাত্রলীগ নেতাকে নিয়ে আইনজীবী-ছাত্রদল নেতার ধাক্কাধাক্কি, ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জে কারাবন্দী আ.লীগ নেতার মৃত্যু

অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করায় অর্ধলাখ টাকা জরিমানা

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা

নারায়ণগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ—ককটেল বিস্ফোরণ, আটক ৮

নারায়ণগঞ্জের আড়াইহাজারে যৌথ বাহিনীর অভিযান, বিপুল অস্ত্রসহ আটক ৫

শেখ হাসিনার রেখে যাওয়া বিচারব্যবস্থার উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি: রফিউর রাব্বি

মাদক কারবারি ফাইটার মনির পুলিশের জালে, দেশীয় অস্ত্র উদ্ধার

ছাত্র আন্দোলনের মামলায় যুব মহিলা লীগ নেত্রীসহ ২ জন গ্রেপ্তার