হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

বহিষ্কৃত বিএনপি নেতা রিয়াদ ২ দিনের রিমান্ডে, আদালত চত্বরে উত্তেজনা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

রিয়াদ মোহাম্মদ চৌধুরী। ছবি: সংগৃহীত

চাঁদাবাজি মামলায় বহিষ্কৃত বিএনপি নেতা রিয়াদ মোহাম্মদ চৌধুরীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রোববার দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলীর আদালত এই আদেশ দেন।

এর আগে, পুলিশ রিয়াদ চৌধুরীকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানায়। পরে উভয় পক্ষের শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক কাইয়ুম খান।

নারায়ণগঞ্জের ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক পদ থেকে বহিষ্কৃত হয়েছেন রিয়াদ। তাঁর রিমান্ড মঞ্জুরের খবর চাউর হতেই আদালত প্রাঙ্গণে উত্তেজনা তৈরি হয়। পুলিশের পক্ষে আইনজীবী হিসেবে দাঁড়ানো ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বারী ভুঁইয়া আদালত থেকে বেরিয়ে আসার পর তাঁকে গালিগালাজ করে রিয়াদের অনুসারীরা। পরে পুলিশ তাঁকে নিরাপত্তা নিয়ে নিরাপদ স্থানে নিয়ে যায়।

বারী ভুঁইয়া বলেন, ‘পুলিশের দায়ের করা চাঁদাবাজি মামলায় আমরা কয়েকজন আইনজীবী শুনানিতে অংশ নিই। পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করে। আদালত শুনানি শেষে দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন।’

এর আগে, একজন কারখানা মালিকের কাছে রিয়াদ চৌধুরীর টাকা চাওয়ার অডিও ভাইরাল হয়। এই ঘটনার পর ১৫ মে সকালে থাইল্যান্ড যাওয়ার পথে বিমানবন্দর থেকে তাঁকে আটক করা হয়। ওই দিন বেলা ১১টায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর স্বাক্ষরিত বিবৃতিতে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়। বিকেলে তাঁর বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে চাঁদাবাজি মামলা দায়ের করে। সেই মামলায় তাঁকে রিমান্ডে নিয়েছে পুলিশ।

অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করায় অর্ধলাখ টাকা জরিমানা

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা

নারায়ণগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ—ককটেল বিস্ফোরণ, আটক ৮

নারায়ণগঞ্জের আড়াইহাজারে যৌথ বাহিনীর অভিযান, বিপুল অস্ত্রসহ আটক ৫

শেখ হাসিনার রেখে যাওয়া বিচারব্যবস্থার উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি: রফিউর রাব্বি

মাদক কারবারি ফাইটার মনির পুলিশের জালে, দেশীয় অস্ত্র উদ্ধার

ছাত্র আন্দোলনের মামলায় যুব মহিলা লীগ নেত্রীসহ ২ জন গ্রেপ্তার

মাহফিল থেকে ফেরার পথে ইসলামি বক্তার গাড়িতে ডাকাতি, আহত ২

নির্বাচনের জন্য ডোনেশন চেয়ে এনসিপি প্রার্থীর পোস্ট

সোনারগাঁয়ে মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষ, আহত ১০