হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

কলেজের ভেতরে নারায়ণগঞ্জ বিএনপির সম্মেলন, থানায় আপত্তি এলাকাবাসীর 

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হীরাঝিল আবাসিক এলাকায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সম্মেলনের অনুমোদন না দিতে হীরাঝিল আবাসিক এলাকা সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে থানায় একটি আবেদন করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে আবেদনের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা। 

এর আগে রোববার রাতে হীরাঝিল আবাসিক এলাকা সমাজ কল্যাণ সমিতির সভাপতি হাবিবুল্লাহ হবুল সিদ্ধিরগঞ্জ থানায় ওই আবেদন করেন। 

আবেদনপত্রে উল্লেখ করা হয়, আগামী ১৭ জুন হীরাঝিল আবাসিক এলাকায় অবস্থিত গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুল অ্যান্ড কলেজে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সম্মেলনের স্থান নির্ধারণ করা হয়েছে। এই আবাসিক এলাকা অত্যন্ত ঘনবসতিপূর্ণ এবং রাস্তাঘাট অপ্রশস্ত হওয়ায় সব সময় যানজট লেগে চলাচলে দুর্ভোগ সৃষ্টি হয়। এ ছাড়া এই এলাকায় অসংখ্য মার্কেট, দোকানপাট, আবাসিক-অনাবাসিক স্কুল অ্যান্ড কলেজ মসজিদ ও মাদ্রাসা অবস্থিত হওয়ায় এই এলাকায় সম্মেলন অনুষ্ঠিত হলে এলাকাবাসী ও ছাত্র-ছাত্রীদের নিরাপত্তায় বিঘ্ন ঘটতে পারে। তাই আবাসিক এলাকার মধ্যে এজাতীয় একটি বড় রাজনৈতিক দলের সম্মেলন আয়োজনের অনুমতি প্রদান না করে এলাকার বাইরে অন্যত্র অনুমতি প্রদানের আবেদন জানাই। 

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক এবং ওই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মুহাম্মদ গিয়াসউদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘সম্মেলন করার বিষয়ে আমরা আগেই নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে আবেদন করেছি। সম্মেলন না করার বিষয়ে তারা কোনো আপত্তি জানায়নি। আর সম্মেলন হবে বিদ্যালয়ের ভেতরে, এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি হবে না।’ 

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে দুই দিন আগে থানায় একটি আবেদন হয়। হীরাঝিল এলাকায় বিএনপির সম্মেলনের বিষয়ে বিএনপির পক্ষ থেকে আমাদের কাছ থেকে কোনো অনুমতি নেয়নি। তাই এ বিষয়ে হীরাঝিল আবাসিক এলাকা সমাজ কল্যাণ সমিতিকে তাৎক্ষণিকভাবে কোনো পরামর্শ দেওয়া সম্ভব হয়নি। তাদের নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কাছে আবেদন করতে বলা হয়েছে।’

৩ দিন পর সিদ্ধান্ত পাল্টে নির্বাচনে থাকার ঘোষণা বিএনপি প্রার্থী মাসুদের

গার্মেন্টস বন্ধের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ৪ কিলোমিটার যানজট

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহসভাপতি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির প্রার্থী মাসুদের ভোট না করার ঘোষণায় ক্ষুব্ধ দল

নারায়ণগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টার গাড়ি আটকে ছাত্রসংগঠনের বিক্ষোভ

নির্বাচন কে করবে আর করবে না—সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার: স্বরাষ্ট্র উপদেষ্টা

সেলিম ওসমানকে গ্রেপ্তারে অভিযান চালিয়েছে পুলিশ

সোনারগাঁয়ে অনুমতি ছাড়াই বসানো হয়েছে মেলা, অবৈধ কর্মকাণ্ডের অভিযোগ

বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ডুবে গেছে বাল্কহেড

নারায়ণগঞ্জে এনসিপির ৩ কর্মীকে ছুরিকাঘাত