হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে বাড়িতে ঢুকে হাত-পায়ের রগ কেটে নারীকে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ শহরের একটি বাড়িতে ঢুকে নূরজাহান (৫০) নামের এক নারীর হাত-পায়ের রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় ছিনিয়ে নেওয়া হয় নিহতের শরীরে থাকা স্বর্ণালংকার এবং তছনছ করা হয় ঘরের আসবাবপত্র।

আজ বুধবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের ১৭ নম্বর ওয়ার্ডের পাইকপাড়া এলাকায় নিজের বাড়ি থেকে নূরজাহানের লাশ উদ্ধার করা হয়। তিনি একই এলাকার গাড়ি চালক রমজান মোল্লার স্ত্রী।

নূরজাহানের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিচুর রহমান মোল্লা। তিনি বলেন, ‘নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর হাত-পা ও কপালে আঘাতের চিহ্ন রয়েছে। এটি হত্যাকাণ্ড বলে ধারণা করছি। জড়িতদের খুঁজে বের করতে পুলিশ কাজ শুরু করেছে।’

পুলিশ ও নিহতের কয়েকজন প্রতিবেশী জানান, কাজের সুবাদে নিহতের স্বামী ও সন্তান ঘরের বাইরে ছিলেন। বিকেলে তাঁদের ঘর থেকে পোড়া গন্ধ ছড়িয়ে পড়লে অনেকে ছুটে আসেন। তাঁরা ঘরের ভেতরে ঢুকে হাত ও পায়ের রগ কাটা অবস্থায় নূরজাহানের দেহ পড়ে থাকতে দেখেন। পুরো ঘরের আসবাবপত্র ছড়ানো-ছিটানো ছিল। পরে খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

চাকরির কথা বলে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, থানায় মামলা

পরকীয়ার জেরে খুন হন সুমন খলিফা, স্ত্রী-প্রেমিকসহ গ্রেপ্তার ৬

স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা বিএনপি নেতার, ‘ডাকাত’ বললেন আরেক নেতা

বিড়াল কবুতরের বাচ্চা খাওয়ায় মারামারি, নিহত ১

দুই সন্তান রেখে উধাও প্রবাসীর স্ত্রী, থানায় অভিযোগ

ভাড়া নিয়ে কেটে ফেলা জাহাজ আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার শর্তে সমঝোতা

ফতুল্লায় যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের চার আসন: বিএনপির বিরোধের জেরে সম্ভাবনা দেখছে জামায়াত

নারায়ণগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত

চট্টগ্রাম থেকে ভাড়ায় জাহাজ এনে কেটে বিক্রি, ছাত্রদল নেতাসহ ৭ জনের নামে মামলা