হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, ২ জনের মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সংঘর্ষের ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে একজন এবং আজ বুধবার দুপুরে অন্যজনের মৃত্যু হয়।

নিহত দুজন হলেন রূপগঞ্জের তারাব পৌরসভার পুরান বাজার এলাকার আমির হোসেনের ছেলে রাশেদুল ইসলাম (১৬) এবং একই এলাকার জামাল হোসেনের ছেলে হৃদয় মিয়া (২২)।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘কিছুক্ষণ আগেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি। তবে সংঘর্ষে জড়িতদের ধরতে আমাদের অভিযান চলছে।’

স্থানীয়দের মাধ্যমে জানা যায়, তারাব বাজার এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শিমুল ও শ্রাবণ গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। তাতে শ্রাবণ গ্রুপের রাশেদুল ও হৃদয়কে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে শিমুল গ্রুপের লোকজন।

গুরুতর আহত অবস্থায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মধ্যরাতে রাশেদুল মারা যান। আজ বুধবার দুপুরে হৃদয়ও মৃত্যুবরণ করেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

মাদক কারবারি ফাইটার মনির পুলিশের জালে, দেশীয় অস্ত্র উদ্ধার

ছাত্র আন্দোলনের মামলায় যুব মহিলা লীগ নেত্রীসহ ২ জন গ্রেপ্তার

মাহফিল থেকে ফেরার পথে ইসলামি বক্তার গাড়িতে ডাকাতি, আহত ২

নির্বাচনের জন্য ডোনেশন চেয়ে এনসিপি প্রার্থীর পোস্ট

সোনারগাঁয়ে মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষ, আহত ১০

‘ভুলবশত’ দলে ফেরা ইউপি চেয়ারম্যানের বহিষ্কারাদেশ বহাল

নারায়ণগঞ্জের ফতুল্লায় তরুণকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

সোনারগাঁয়ে লরি বিকল: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

জামিনে বেরিয়ে হত্যা মামলার বাদীর ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ

হাদির হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ