হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

দুই মামলায় জামিন মেলেনি সাবেক মেয়র আইভীর

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ডা. সেলিনা হায়াৎ আইভী। ফাইল ছবি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার দেখানো তিন মামলার মধ্যে দুটিতে জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সেই সঙ্গে অপর মামলায় রিমান্ড ও জামিন আবেদনের শুনানির জন্য ২৭ মে দিন ধার্য করা হয়েছে।

আজ বুধবার নারায়ণগঞ্জের পৃথক দুটি আদালতে তিনটি মামলার শুনানি শেষে বিচারকেরা এসব আদেশ দেন। আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান এসব তথ্য নিশ্চিত করেছেন।

পরিদর্শক কাইউম বলেন, আইভীর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় করা একটি হত্যা ও একটি বিস্ফোরক মামলায় নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলীর আদালতে জামিন আবেদন করা হলে আদালত শুনানি শেষে আবেদন নামঞ্জুর করেন।

অন্যদিকে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ শামীম আজাদের আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী একটি বিস্ফোরক মামলায় আইভীকে সাত দিনের রিমান্ড আবেদন করেন। একই সময়ে এ মামলায় আইভীর পক্ষে জামিন আবেদন করেন তাঁর আইনজীবীরা। আদালত দুই পক্ষের আবেদন নিয়ে শুনানির দিন ধার্য করেন ২৭ মে।

আসামিপক্ষের আইনজীবী আওলাদ হোসেন বলেন, ‘জামিন আবেদন করা দুটি মামলায় এজাহারে আইভীর নাম থাকলেও তাঁর উপস্থিতির কোনো বর্ণনা দেওয়া হয়নি। নিম্ন আদালত জামিন আবেদন নামঞ্জুর করেছেন। আমরা উচ্চ আদালতে জামিন আবেদন করব।’

আসামিপক্ষের আরেক আইনজীবী মাহাবুবুর রহমান মাসুম বলেন, ‘গুলি করে হত্যা মামলায় আইভীর কোনো সম্পৃক্ততা নেই। আইভীর জামিন আবেদন শুনানির সময় আমরা আদালতে উপস্থাপন করে বলেছি, গতকাল মঙ্গলবার একটি হত্যা মামলায় নুসরাত ফারিয়াকে জামিন দেওয়া হয়েছে। আইভীকে আদালত জামিন দিতে পারেন। সংবিধান অনুযায়ী একই বিষয়ে দেশে দুই রকম আইন থাকতে পারে না। আমরা এসব বিষয়ে যুক্তি উপস্থাপন করেছি।’

উল্লেখ্য, ৯ মে সাবেক মেয়র আইভীকে শহরের দেওভোগে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

এনসিপি প্রার্থী আল আমিনের ওপর হামলার চেষ্টা, প্রধান অভিযুক্তসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে এনসিপি প্রার্থীকে হামলাচেষ্টা, আহত ২

ছাত্রলীগ নেতাকে নিয়ে আইনজীবী-ছাত্রদল নেতার ধাক্কাধাক্কি, ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জে কারাবন্দী আ.লীগ নেতার মৃত্যু

অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করায় অর্ধলাখ টাকা জরিমানা

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা

নারায়ণগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ—ককটেল বিস্ফোরণ, আটক ৮

নারায়ণগঞ্জের আড়াইহাজারে যৌথ বাহিনীর অভিযান, বিপুল অস্ত্রসহ আটক ৫

শেখ হাসিনার রেখে যাওয়া বিচারব্যবস্থার উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি: রফিউর রাব্বি

মাদক কারবারি ফাইটার মনির পুলিশের জালে, দেশীয় অস্ত্র উদ্ধার