হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

অনিয়মে যুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: রাজউক চেয়ারম্যান

নারায়ণগঞ্জ প্রতিনিধি

রাজউক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম নারায়ণগঞ্জে জোনাল কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ছবি: আজকের পত্রিকা

বিগত সময়ে ভবন নির্মাণে অনিয়মের সঙ্গে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) যেসব কর্মকর্তা যুক্ত ছিলেন, তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান রিয়াজুল ইসলাম।

আজ সোমবার সকালে নারায়ণগঞ্জ নগরীর খানপুরে রাজউকের জোনাল কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চেয়ারম্যান এ কথা বলেন। তিনি জানান, বসবাসযোগ্য নগরী গড়ে তুলতে ঢাকাসহ সারা দেশে ঝুঁকিপূর্ণ ও নকশাবহির্ভূত ভবন চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নির্মাণাধীন ভবন মালিকদের হুঁশিয়ারি দিয়ে রিয়াজুল ইসলাম বলেন, ‘অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না। সারা দেশে নকশাবহির্ভূত ভবনে রাজউকের অভিযান চলমান থাকবে। বসবাসযোগ্য নগরী গড়তে কোনো প্রভাবশালী বা শক্তিশালী মহলও ছাড় পাবে না। বিশেষ করে, নির্মাণাধীন কোনো ভবনে অনিয়ম পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

রাজউক চেয়ারম্যান বলেন, বিগত সময় ভবন নির্মাণে রাজউকের যেসব কর্মকর্তা অনিয়মের সঙ্গে যুক্ত ছিলেন, তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রিয়াজুল ইসলাম উল্লেখ করেন, রাজউকের কাজ হচ্ছে বাসযোগ্য ও নিরাপদ নগরী গড়ে জনগণকে সেবা দেওয়া। তাই জনগণেরও উচিত রাজউককে সহযোগিতা করা। নিয়ম অনুযায়ী ভবন নির্মাণসহ সবাইকে নিয়মের মধ্যে থাকার আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন রাজউকের সদস্য (যুগ্ম সচিব) আলম মোস্তফা, হারুন-অর-রশীদ, প্রধান প্রকৌশলী নুরুল ইসলাম, নারায়ণগঞ্জ জোনাল কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এফ আর আশিক আহমেদ প্রমুখ।

ড্রামের ভেতর থেকে উদ্ধার যুবকের মরদেহ

ভাড়া বাড়ি থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

সোনারগাঁয়ে ৭ ডাকাত আটক, গণপিটুনি

নারায়ণগঞ্জে চুরিতে বাধা পেয়ে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা, গণপিটুনিতে নিহত অভিযুক্ত

এনসিপি প্রার্থী আল আমিনের ওপর হামলার চেষ্টা, প্রধান অভিযুক্তসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে এনসিপি প্রার্থীকে হামলাচেষ্টা, আহত ২

ছাত্রলীগ নেতাকে নিয়ে আইনজীবী-ছাত্রদল নেতার ধাক্কাধাক্কি, ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জে কারাবন্দী আ.লীগ নেতার মৃত্যু

অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করায় অর্ধলাখ টাকা জরিমানা

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা