হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

ফতুল্লায় ফ্ল্যাটে বিস্ফোরণ: বার্ন ইনস্টিটিউটেই সন্তান জন্ম দিলেন কুলসুম

ঢামেক প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বহুতল ভবনের এক ফ্ল্যাটে বিস্ফোরণে দগ্ধ কুলসুম আক্তার একটি সন্তানের জন্ম দিয়েছেন। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের পাঁচতলায় অস্ত্রোপচারকক্ষে কুলসুম আক্তারের সিজার সম্পন্ন হয়। তবে সদ্য জন্ম নেওয়া শিশুর শ্বাসকষ্ট আছে। শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক ওয়ার্ডে পাঠানো হয়েছে। 

কুলসুমের স্বামী মাসুদ জানান, সকাল সাড়ে ১০টার দিকে অস্ত্রোপচারকক্ষে নেওয়া হয় কুলসুমকে। বেলা সাড়ে ১১টার দিকে অস্ত্রোপচারকক্ষ থেকে জানানো হয় ছেলে বাচ্চা হয়েছে। মা ও শিশু দুজনে ভালো আছে।

মাসুদ বলেন, বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকেরা রাতেই গাইনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেছিলেন। তখন থেকেই কুলসুমকে অবজারভেশনে রেখেছিলেন। 

মাসুদ বলেন, ‘এ রকম বিপদের সম্মুখীন কখনো হইনি। আমার মাথায় কিছুই কাজ করছে না।’ 

বার্ন ইনস্টিটিউটের শিশু বিভাগের কনসালট্যান্ট ডা. সঞ্জয় কুমার দাস জানান, সকাল ১০টার দিকে ওই দগ্ধ নারীকে অস্ত্রোপচারকক্ষে নেওয়া হয়। অস্ত্রোপচারের মাধ্যমে ছেলে বাচ্চা হয়। আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন ওই নারী। তবে শিশুটির ওজন দেড় কেজি হয়েছে। কিছুটা শ্বাসকষ্ট আছে। শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক ওয়ার্ডে পাঠানো হয়েছে। 

এর আগে, নারায়ণগঞ্জের ফতুল্লায় রোববার সন্ধ্যায় ফতুল্লার মাসদাইর এলাকায় এমএস টাওয়ারের ষষ্ঠ তলায় এক ফ্ল্যাটে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ফ্ল্যাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এ সময় তিন বছর বয়সের এক শিশুসহ অন্তঃসত্ত্বা মা কুলসুম আক্তার দগ্ধ হন। পরে তাঁদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

৩ দিন পর সিদ্ধান্ত পাল্টে নির্বাচনে থাকার ঘোষণা বিএনপি প্রার্থী মাসুদের

গার্মেন্টস বন্ধের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ৪ কিলোমিটার যানজট

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহসভাপতি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির প্রার্থী মাসুদের ভোট না করার ঘোষণায় ক্ষুব্ধ দল

নারায়ণগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টার গাড়ি আটকে ছাত্রসংগঠনের বিক্ষোভ

নির্বাচন কে করবে আর করবে না—সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার: স্বরাষ্ট্র উপদেষ্টা

সেলিম ওসমানকে গ্রেপ্তারে অভিযান চালিয়েছে পুলিশ

সোনারগাঁয়ে অনুমতি ছাড়াই বসানো হয়েছে মেলা, অবৈধ কর্মকাণ্ডের অভিযোগ

বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ডুবে গেছে বাল্কহেড

নারায়ণগঞ্জে এনসিপির ৩ কর্মীকে ছুরিকাঘাত