হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

চেয়ারম্যান হত্যা: ২২ বছর পর দুই আসামির যাবজ্জীবন

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আফতাব উদ্দিন আহমেদকে হত্যার দায়ে দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ শাম্মী আখতার এই রায় ঘোষণা করেন।

রায়ে দণ্ডপ্রাপ্তদের এক লাখ টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেন। একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস পেয়েছেন ১৫ জন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি জাসমিন আহমেদ। 

দণ্ডপ্রাপ্তরা হলেন রূপগঞ্জের ইছাখালী এলাকার হাছান ভূঁইয়ার ছেলে কালাম ও নগরপাড়া এলাকার আব্দুল করিমের ছেলে নুর মোহাম্মদ। রায় ঘোষণাকালে কালাম পলাতক ছিলেন। 

রায়ের বিষয়ে জাসমিন আহমেদ বলেন, ‘২০০১ সালের ১৪ নভেম্বর সাবেক চেয়ারম্যান আফতাব উদ্দিন আহমেদকে হত্যা করা হয়। এ ঘটনায় ১৫ নভেম্বর তাঁর ছেলে সোহেল রানা বাদী হয়ে থানায় মামলা করেন। আসামি করা হয় ১৭ জনকে। ২০০২ সালে অভিযুক্ত সবাইকেই তদন্তে দোষী উল্লেখ করে অভিযোগপত্র দেওয়া হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় ১৯ জনের সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক শেষে আজ আদালত রায় ঘোষণা করেছেন। 

একই বিষয়ে আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, ঘটনার দিন ঢাকা থেকে রূপগঞ্জে ফেরার পথে চেয়ারম্যানকে পথরোধ করে কুপিয়ে হত্যা করা হয়। মামলা দায়েরের এক বছরের মধ্যেই তদন্ত কর্মকর্তা চার্জশিট দাখিল করেন। আজ সেই মামলার রায় ঘোষণা হলো। দণ্ডপ্রাপ্তদের মধ্যে একজন পলাতক রয়েছে।

সোনারগাঁয়ে অনুমতি ছাড়াই বসানো হয়েছে মেলা, অবৈধ কর্মকাণ্ডের অভিযোগ

বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ডুবে গেছে বাল্কহেড

নারায়ণগঞ্জে এনসিপির ৩ কর্মীকে ছুরিকাঘাত

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ১৮ ভবন খালি করার নির্দেশ

নারায়ণগঞ্জে ঘুরতে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ

রূপগঞ্জে ফেসবুক মন্তব্যকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৫

নারায়ণগঞ্জ শহরের সুগন্ধা প্লাস রেস্তোরাঁয় বাসি খাবার, লাখ টাকা জরিমানা

সোনারগাঁয়ে বিস্ফোরণে শিশুসহ এক পরিবারের চারজন দগ্ধ

চাকরির কথা বলে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, থানায় মামলা

পরকীয়ার জেরে খুন হন সুমন খলিফা, স্ত্রী-প্রেমিকসহ গ্রেপ্তার ৬