হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে গর্তের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের বন্দরে মাঠে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেলে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের জিওধারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিশু দুটি সম্পর্কে চাচাতো ভাই।

নিহত শিশুরা হচ্ছে জিওধারা গ্রামের কবীর হোসেনের ছেলে আবদুল আজিজ (৩) এবং তার ছোট ভাই নুরুজ্জামান মিয়ার ছেলে আনাফ (৩)। 

কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার প্রধান বিষয়টি নিশ্চিত করেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, বিকেলে ছেলেদুটি পরিবারের সঙ্গে খাবার খেয়ে মাঠে খেলতে বের হয়। মাঠের এক পাশে মাটি তুলে রাখা গর্তে বৃষ্টির পানি জমে ছিল। সবার অগোচরে সেখানে পড়ে বাচ্চা দুটি মারা যায়। 

নিহতের পরিবার জানায়, দুপুরে পরিবারের সঙ্গেই খাবার খেয়েছিল তারা। এরপর বাইরে বের হওয়ার পর আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। বিকেল সাড়ে ৪ টায় পানিভর্তি গর্তে একটি শিশুর জুতা ভাসতে দেখা যায়। পরে সেখানে নেমে পুরো গর্ত তল্লাশি করে তাদের দুজনকে উদ্ধার করা হয়।

উদ্ধারের পরপরেই তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই বিষয়ে বন্দর থানার পরিদর্শক (তদন্ত) আবু বকর সিদ্দিক বলেন, ‘আমাদের কাছে এমন কোনো তথ্য আসেনি। খোঁজ নিয়ে দেখতে হবে।’

৩ দিন পর সিদ্ধান্ত পাল্টে নির্বাচনে থাকার ঘোষণা বিএনপি প্রার্থী মাসুদের

গার্মেন্টস বন্ধের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ৪ কিলোমিটার যানজট

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহসভাপতি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির প্রার্থী মাসুদের ভোট না করার ঘোষণায় ক্ষুব্ধ দল

নারায়ণগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টার গাড়ি আটকে ছাত্রসংগঠনের বিক্ষোভ

নির্বাচন কে করবে আর করবে না—সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার: স্বরাষ্ট্র উপদেষ্টা

সেলিম ওসমানকে গ্রেপ্তারে অভিযান চালিয়েছে পুলিশ

সোনারগাঁয়ে অনুমতি ছাড়াই বসানো হয়েছে মেলা, অবৈধ কর্মকাণ্ডের অভিযোগ

বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ডুবে গেছে বাল্কহেড

নারায়ণগঞ্জে এনসিপির ৩ কর্মীকে ছুরিকাঘাত