হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে গর্তের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের বন্দরে মাঠে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেলে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের জিওধারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিশু দুটি সম্পর্কে চাচাতো ভাই।

নিহত শিশুরা হচ্ছে জিওধারা গ্রামের কবীর হোসেনের ছেলে আবদুল আজিজ (৩) এবং তার ছোট ভাই নুরুজ্জামান মিয়ার ছেলে আনাফ (৩)। 

কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার প্রধান বিষয়টি নিশ্চিত করেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, বিকেলে ছেলেদুটি পরিবারের সঙ্গে খাবার খেয়ে মাঠে খেলতে বের হয়। মাঠের এক পাশে মাটি তুলে রাখা গর্তে বৃষ্টির পানি জমে ছিল। সবার অগোচরে সেখানে পড়ে বাচ্চা দুটি মারা যায়। 

নিহতের পরিবার জানায়, দুপুরে পরিবারের সঙ্গেই খাবার খেয়েছিল তারা। এরপর বাইরে বের হওয়ার পর আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। বিকেল সাড়ে ৪ টায় পানিভর্তি গর্তে একটি শিশুর জুতা ভাসতে দেখা যায়। পরে সেখানে নেমে পুরো গর্ত তল্লাশি করে তাদের দুজনকে উদ্ধার করা হয়।

উদ্ধারের পরপরেই তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই বিষয়ে বন্দর থানার পরিদর্শক (তদন্ত) আবু বকর সিদ্দিক বলেন, ‘আমাদের কাছে এমন কোনো তথ্য আসেনি। খোঁজ নিয়ে দেখতে হবে।’

ড্রামের ভেতর থেকে উদ্ধার যুবকের মরদেহ

ভাড়া বাড়ি থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

সোনারগাঁয়ে ৭ ডাকাত আটক, গণপিটুনি

নারায়ণগঞ্জে চুরিতে বাধা পেয়ে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা, গণপিটুনিতে নিহত অভিযুক্ত

এনসিপি প্রার্থী আল আমিনের ওপর হামলার চেষ্টা, প্রধান অভিযুক্তসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে এনসিপি প্রার্থীকে হামলাচেষ্টা, আহত ২

ছাত্রলীগ নেতাকে নিয়ে আইনজীবী-ছাত্রদল নেতার ধাক্কাধাক্কি, ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জে কারাবন্দী আ.লীগ নেতার মৃত্যু

অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করায় অর্ধলাখ টাকা জরিমানা

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা