হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

রূপগঞ্জে পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি পোশাক কারখানায় বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সকালে উপজেলার বরপা এলাকায় অন্তিম নিটিং, ডাইং অ্যান্ড ফিনিশিং কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে কারখানা বন্ধ থাকায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আলমগীর হোসেন।

বরপা এলাকার কয়েকজন বাসিন্দা জানান, সকালে হটাৎ বিকট শব্দে এলাকা কেঁপে ওঠে। এরপরই অন্তিম কারখানা থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। কারখানার পাশের রাস্তায় ভবনের দেয়াল ভেঙে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। বিস্ফোরণে আগুন লেগে কাপড় ও মেশিনারিজ পুড়ে যায় এবং একটি দেয়াল ভেঙে যায়।

কারখানা কর্তৃপক্ষ জানায়, কারখানার ভবনের সপ্তম তলা সুইং সেকশন। বন্ধের দিনে দরজা-জানালা বন্ধ থাকায় সেখানে গ্যাস জমে বিস্ফোরণ ও আগুন ধরে যায়। সেকশনের একটি দেয়াল ভেঙে পড়ে। আগুনে বিপুল পরিমাণ কাপড় ও মেনিশারিজ পুড়ে যায়। এতে প্রায় ৭০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এ বিষয়ে রূপগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আলমগীর হোসেন জানান, কারখানায় বিস্ফোরণ ও আগুনের খবরে পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ফ্লোরের একটি দেয়াল ভেঙে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ ও বিস্ফোরণের কারণ তদন্ত করে বলা যাবে।

অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করায় অর্ধলাখ টাকা জরিমানা

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা

নারায়ণগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ—ককটেল বিস্ফোরণ, আটক ৮

নারায়ণগঞ্জের আড়াইহাজারে যৌথ বাহিনীর অভিযান, বিপুল অস্ত্রসহ আটক ৫

শেখ হাসিনার রেখে যাওয়া বিচারব্যবস্থার উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি: রফিউর রাব্বি

মাদক কারবারি ফাইটার মনির পুলিশের জালে, দেশীয় অস্ত্র উদ্ধার

ছাত্র আন্দোলনের মামলায় যুব মহিলা লীগ নেত্রীসহ ২ জন গ্রেপ্তার

মাহফিল থেকে ফেরার পথে ইসলামি বক্তার গাড়িতে ডাকাতি, আহত ২

নির্বাচনের জন্য ডোনেশন চেয়ে এনসিপি প্রার্থীর পোস্ট

সোনারগাঁয়ে মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষ, আহত ১০