হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

রূপগঞ্জে পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি পোশাক কারখানায় বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সকালে উপজেলার বরপা এলাকায় অন্তিম নিটিং, ডাইং অ্যান্ড ফিনিশিং কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে কারখানা বন্ধ থাকায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আলমগীর হোসেন।

বরপা এলাকার কয়েকজন বাসিন্দা জানান, সকালে হটাৎ বিকট শব্দে এলাকা কেঁপে ওঠে। এরপরই অন্তিম কারখানা থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। কারখানার পাশের রাস্তায় ভবনের দেয়াল ভেঙে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। বিস্ফোরণে আগুন লেগে কাপড় ও মেশিনারিজ পুড়ে যায় এবং একটি দেয়াল ভেঙে যায়।

কারখানা কর্তৃপক্ষ জানায়, কারখানার ভবনের সপ্তম তলা সুইং সেকশন। বন্ধের দিনে দরজা-জানালা বন্ধ থাকায় সেখানে গ্যাস জমে বিস্ফোরণ ও আগুন ধরে যায়। সেকশনের একটি দেয়াল ভেঙে পড়ে। আগুনে বিপুল পরিমাণ কাপড় ও মেনিশারিজ পুড়ে যায়। এতে প্রায় ৭০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এ বিষয়ে রূপগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আলমগীর হোসেন জানান, কারখানায় বিস্ফোরণ ও আগুনের খবরে পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ফ্লোরের একটি দেয়াল ভেঙে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ ও বিস্ফোরণের কারণ তদন্ত করে বলা যাবে।

জামিনে বেরিয়ে হত্যা মামলার বাদীর ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ

হাদির হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

অন্ধকারকে দোষারোপ নয়, মোমবাতি হয়ে উঠতে হবে

শীতলক্ষ্যা তৃতীয় সেতুর নতুন নাম ‘শহীদ ওসমান হাদি’

ঘন কুয়াশায় নোঙর করে রাখা বাল্কহেডে লঞ্চের ধাক্কা, ১১ ঘণ্টা পর দুই লাশ উদ্ধার

ঘন কুয়াশায় নোঙর করে রাখা বাল্কহেডে লঞ্চের ধাক্কা, নিখোঁজ ২

নারায়ণগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার পর শ্বাসরোধে হত্যা, গ্রেপ্তার আসামির জবানবন্দি

অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ২

যুবশক্তির তিন নেতাকে হত্যার হুমকি, সোনারগাঁ থানায় জিডি

নিখোঁজের ১৮ ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার