হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

সোনারগাঁয়ে অ্যাম্বুলেন্স-ট্রাক সংঘর্ষ, দুই জনের মৃত্যু

প্রতিনিধি

সোনারগাঁ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের নয়াবাড়ি এলাকায় কুমিল্লা থেকে ঢাকাগামী অ্যাম্বুলেন্সের সঙ্গে উল্টো পথে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এঘটনায় হুমায়ুন কবির (৪২) ও ফারুক হোসেন (৩২) নামে দুই অ্যাম্বুলেন্সের যাত্রী মারা গেছেন। আহত হয়েছেন রোগীসহ আরও তিন জন।

নিহত হুমায়ুন কুমিল্লার তিতাস উপজেলার গোপালপুর সরকার বাড়ি এলাকার জানু মোল্লার ছেলে এবং নিহত ফারুক হোসেন একই এলাকার আব্দুস সালামের ছেলে।

জানা যায়, পণ্যবাহী ট্রাকটি রহিম স্টিল মিলের সামনে ইউটার্ন নিয়ে উল্টোপথে মদনপুরের দিকে যাচ্ছিল। এ সময় নয়াবড়ি এলাকায় আসলে অনন্ত গার্মেন্টসের সামনে ঢাকাগামী অ্যাম্বুলেন্সটির সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই হুমায়ুন কবির মারা যান। গুরুত্বর আহতাবস্থায় ফারুক হোসেনকে মদনপুর বারাকা হাসপাতালে নেওয়ার পর তিনিও মারা যান।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, কুমিল্লার তিতাস উপজেলা এলাকা থেকে আজ একটি অ্যাম্বুলেন্সের কাঁচপুর নয়াবাড়ী এলাকায় সামনে উল্টো দিক দিয়ে আসা পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। আহত তিনজনের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাক ও অ্যাম্বুলেন্সটি জব্দ করেছে। এই ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নারায়ণগঞ্জে ড্রামের ভেতর মিলল লাশ

ভাড়া বাড়ি থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

সোনারগাঁয়ে ৭ ডাকাত আটক, গণপিটুনি

নারায়ণগঞ্জে চুরিতে বাধা পেয়ে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা, গণপিটুনিতে নিহত অভিযুক্ত

এনসিপি প্রার্থী আল আমিনের ওপর হামলার চেষ্টা, প্রধান অভিযুক্তসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে এনসিপি প্রার্থীকে হামলাচেষ্টা, আহত ২

ছাত্রলীগ নেতাকে নিয়ে আইনজীবী-ছাত্রদল নেতার ধাক্কাধাক্কি, ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জে কারাবন্দী আ.লীগ নেতার মৃত্যু

অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করায় অর্ধলাখ টাকা জরিমানা

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা