নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা পর পুকুরে ফেলে দেওয়ার অভিযোগে স্বামীকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার ভট্টপুর এলাকার পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
আটক ব্যক্তির নাম রূপচাঁন। তিনি ভট্টপুর এলাকার বাসিন্দা। মৃত গৃহবধূ তাজপুর গ্রামের মৃত সালাউদ্দিন মিয়ার মেয়ে।
নিহতের ছেলে আব্দুল্লাহ আরবান কায়িফ (১৮) বলেন, ‘বাবা এক নারীর সঙ্গে দীর্ঘদিন ধরে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এতে বাধা দিলে তাঁদের মধ্যে প্রায়ই ঝগড়া হয় এবং মাকে মারধর করতেন বাবা। রাতে এ নিয়ে তাঁদের মধ্যে কথাকাটাকাটি হয়। সবাই ঘুমিয়ে পড়লে রাতে কোনো এক সময় শ্বাসরোধে হত্যা করে বাড়ির পাশে পুকুরে লাশ নিয়ে ফেলে দেন।’
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মহসিন মিয়া বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে স্বামীকে আটক করা হয়েছে।